অদম্য শোভাযাত্রা

স্বাধীনতা দিবসে শহীদ মিনার থেকে স্মৃতিসৌধে ‘অদম্য পদযাত্রা’

নিজস্ব প্রতিবেদক: স্বাধীনতা দিবস উপলক্ষে ‘শোক থেকে শক্তি: অদম্য পদযাত্রা’র আয়োজন করেছে মুক্তিযুদ্ধ জাদুঘর ও অভিযাত্রী। ওইদিন কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হবে এ পদযাত্রা।

আয়োজকরা জানান, হাতে স্বাধীন বাংলার পতাকা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদন করে টিএসসি হয়ে পদযাত্রী দল স্বাধীনতা স্তম্ভের পাশ দিয়ে হেঁটে গিয়ে দাঁড়াবে শিখা চিরন্তনের পাশে। সেখানে কিছুটা সময় নীরবে পদযাত্রী দল দাঁড়িয়ে থাকবে। তারপর ছবির হাটের গেট দিয়ে বের হয়ে মধুর ক্যান্টিনের পাশে দাঁড়িয়ে নীরবে স্মরণ করবে সেই উত্তাল দিনগুলোকে।

সেখান থেকে পদযাত্রী দল অপরাজেয় বাংলার পাদদেশে কিছুটা সময় নীরবে দাঁড়িয়ে শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের পাশ দিয়ে নীলক্ষেত পৌঁছে যাবে। তারপর সিটি কলেজ, পিলখানা গেট, সাত মসজিদ রোড হয়ে মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজ। এখানে একাত্তরে বর্বর পাকিস্তানি বাহিনী ও তাদের দোসর আলবদরগোষ্ঠী পাশবিক নির্যাতনের ভয়ংকর ঘাঁটি প্রতিষ্ঠা করেছিল। অমানুষিক নির্যাতন শেষে বুদ্ধিজীবীদের এখান থেকে নেয়া হতো রায়ের বাজার বধ্যভূমিতে। নীরবে খানিকটা সময় দাঁড়িয়ে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করে অভিযাত্রী দল হাঁটতে থাকবে বসিলার উদ্দেশে।

বসিলা ব্রিজের নিচে অপেক্ষমাণ ট্রলারে করে পদযাত্রী দল তুরাগ, বুড়িগঙ্গা হয়ে ৩২ কিলোমিটার ধলেশ্বরী পাড়ি দিয়ে যাবে নয়ারহাট। সেদিন শরণার্থীরা এভাবেই নৌকায় চেপে পাড়ি দিয়েছেন নিরুদ্দেশ গৃহহীন পথ। শত্রুসেনা নিধনে গেরিলা যোদ্ধারা রাতের অন্ধকারে রাইফেল কাঁধে পাড়ি দিয়েছেন এ ধরনের পথ। ঘাটে নেমে ঢাকা-আরিচা সড়কের পথ ধরবে পদযাত্রী দল। কিছুটা পথ অতিক্রম করলেই পদযাত্রীর চকিতে দৃষ্টিপথে জেগে উঠবে শক্তির সেই উজ্জ্বল শিখা—জাতীয় স্মৃতিসৌধ।

বিনিয়োগবার্তা/এসএএম//


Comment As:

Comment (0)