নরসিংদীতে গরিব মেধাবী শিক্ষার্থীদেরকে বৃত্তি প্রদান করল ‘শক্তি ফাউন্ডেশন’
নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা: বাংলাদেশে শিক্ষা ক্ষেত্রে শিক্ষার্থীরা বিশেষ করে মেয়ে শিক্ষার্থীরা যেন ঝরে না পড়ে সে লক্ষ্যে শক্তি ফাউন্ডেশন দীর্ঘদিন ধওে কাজ কওে যাচ্ছে। প্রতিবছর সংস্থা থেকে গরীব মেধাবী সদস্যের ছেলে মেয়েদের শিক্ষা বৃত্তি প্রদান কওে থাকেন।
শক্তি ফাউন্ডেশন একটি বেসরকারী উন্নয়নমূলক সংস্থা। সংস্থাটি ১৯৯২ সন থেকে দারিদ্র মহিলাদের আর্থসামাজিক উন্নয়ন ও ক্ষমতায়নের জন্য কাজ করে যাচ্ছে। বাংলাদেশে শিক্ষা ক্ষেত্রে শিক্ষার্থীরা বিশেষ করে মেয়ে শিক্ষার্থীরা যেন ঝরে না পড়ে এ লক্ষ্যে সংস্থার নির্বাহী পরিচালক ডঃ হুমায়রা ইসলাম(পি.এইচ.ডি) প্রতিবছর সংস্থা থেকে গরীব মেধাবী সদস্যের ছেলে মেয়েদের শিক্ষা বৃত্তি প্রদানের মহতি উদ্দোগ নিয়েছেন।
যা সংস্থার উপ-পরিচালক জনাব,নীলুফা বেগম নিয়মিত ফলোয়াপ করেন। উক্ত শিক্ষা বৃত্তি কার্যক্রমের আওতায় ২০১৬ সালের পি,এস,সি-জে,এস,সি-এস,এস,সি এবং এইচ,এস,সি পরীক্ষায় ক্তৃকার্য সংস্থার সদস্যদের গরিব ছেলে মেয়েদের গত ২২শে জুন, ২০১৭ তারিখ ডাচ বাংলা ব্যাংক মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে শিক্ষা বৃ্ত্িত প্রদান করা হয়।
সংস্থার (শক্তি ফাউন্ডেশন) নরসিংদী এরিয়া অফিসে নরসিংদী রায়পুরা-১(০৩২০) শাখার ১ জন এস,এস,সি, নরসিংদী বেলাব-০১ (০৩১৯) ০১জন এইচ,এস,সি, শিক্ষার্থীর মধ্যে যথাক্রমে ২৫০০/-এবং ৩০০০/- টাকা করে এককালীন শিক্ষা বৃ্ত্িত প্রদান করা হয়। এ সময় শক্তি ফাউন্ডেশনের নরসিংদী এরিয়ার এরিয়া সুপারভাইজার জনাব মোঃ আমির হোসেন এবং শাখা ব্যাবস্থাপক জনাব জাকির হোসেন, জনাব মোঃ আঃছাত্তার, উপস্তিত ছিলেন। এ ছাড়া শিক্ষার্থীদের অভিভাক হিসাবে বৃর্ত্তি প্রাপ্ত সকল শিক্ষার্থীদের মা উপস্থিত ছিলেন। শক্তি ফাউন্ডেশন প্রতি বছর তাদের গরীব সদস্যদের ছেলে-মেয়েদের বিশেষ করে মেয়েদের শিক্ষা বৃত্তির প্রদানের মাধ্যমে শিক্ষাদানে সহোযোগীতা করে আসছে।
(এসএইচআর/ এমআইআর/ ১১ জুলাই ২০১৭)