sidny-iftar

সিডনিতে অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টারের ইফতার

ডেস্ক রিপোর্ট: অস্ট্রেলিয়ার প্রবাসী মুসলমানদের সংগঠন অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টার বার্ষিক ইফতার পার্টির আয়োজন করেছে।

রোববার (০৭ এপ্রিল) সন্ধ্যায় মিন্টুস্থ ইনডোর স্পোর্টস সেন্টারে এ ইফতার পার্টির আয়োজন করা হয়।

সলিম ওয়েলফেয়ার সেন্টারের সভাপতি ড. আনিসুল আফসারের সভাপতিত্বে খতিব হাফেজ আবদুল হাদী তানভীর পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন এবং সকল মুসলিম উম্মার কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করেন।

প্রায় তিন হাজার ধর্মপ্রাণ মুসলমান এই বছরের ইফতারে অংশগ্রহণ করে বলে জানিয়েছেন আয়োজক কমিটি।

অস্ট্রেলিয়ান মুসলিম কল্যাণ কেন্দ্রের সাধারণ সম্পাদক সাদিকুর রহমান খান মুন ইফতার অনুষ্ঠানে কেন্দ্রের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে উপস্থিত মুসল্লিদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলের ডেপুটি মেয়র কাউন্সিলর ইব্রাহিম খলিল মাসউদ। দূর-দূরান্তের সিডনি থেকে বহু গণ্যমান্য ব্যক্তি ও তীর্থযাত্রী উপস্থিত ছিলেন।

বিনিয়োগবার্তা/এসএএম//


Comment As:

Comment (0)