NRB Sub Minister in London 250424

হিথরো বিমানবন্দরে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী 

মুক্তিযুদ্ধে বাংলাদেশের পক্ষে প্রবাসী বাঙালিদের অবদান ছিল অনন্য

যুক্তরাজ্য প্রতিনিধি: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ও শেখ রেহানার প্রতি আমি কৃতজ্ঞ। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা আমার উপর যে দায়িত্ব অর্পন করেছেন, তা যেন আমি যথাযথভাবে পালন করতে পারি। প্রবাসী বাঙালিরা বাংলাদেশের দু:সময়ের বন্ধু। তারা মুক্তিযুদ্ধের আগে থেকেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পাশে দাড়িয়েছিলেন। তেমনি মুক্তিযুদ্ধের দেশের পক্ষে প্রবাসী বাঙালিদের অবদান অনন্য।

লন্ডনের স্থানীয় সময় বুধবার (২৪ এপ্রিল) বিকেল ৪.০০ টায় হিথরো বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে উপস্থিত যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্য তিনি এসব কথা বলেন।  এসময় যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম তাকে স্বাগত জানান। 

যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের নেতৃত্বে এসময় আওয়ামী লীগ নেতাকর্মী ছাড়াও কমিউনিটির বিপুল সংখ্যক ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী শেখ হাসিনার সরকারের উন্নয়ন অগ্রযাত্রা তুলে ধরে বলেন, বাংলাদেশ আজ উন্নত রাষ্ট্রের দিকে এগিয়ে যাচ্ছে। দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, অর্থনৈতিক দিক দিয়েও এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। অপার সম্ভাবনার বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত হবে।

হিথরো বিমানবন্দরে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি জালাল উদ্দীন, সহ সভাপতি শাহ আজিজুর রহমান হরমুজ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক নঈম উদ্দিন রিয়াজ, মারুফ আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, প্রচার সম্পাদক মাসুক ইবনে আনিস, দপ্তর সম্পাদক শাহ শামীম আহমেদ, জনসংযোগ সম্পাদক রবিন পাল, প্রবাস কল্যাণ সম্পাদক আনসারুল হক, শিল্প ও বাণিজ্য সম্পাদক আসম মিসবাহ, ধর্ম বিষয়ক সম্পাদক সৈয়দসুরুক মিয়া,আন্তর্জাতিক সম্পাদক কাওসার আহমেদ চৌধুরী, সহ প্রচার সম্পাদক লুতফুর রহমান সায়াদ, লন্ডন আওয়ামী লীগের সভাপতি নুরুল হক লালা মিয়া, সাধারণ সম্পাদক আলতাফুর রহমান মোজাহিদ, যুক্তরাজ্য সেচ্ছাসেবক লীগের সভাপতি সায়েদ আহমদ সাদ, যুক্তরাজ্য শ্রমিক লীগের সভাপতি শামীম আহমেদ, কৃষকলীগের সভাপতি সৈয়দ তারেক আহমেদ, তাতী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম প্রমুখ।

পরে, হিথরো বিমানবন্দর থেকে প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী সরাসরি পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তিনি সিডনি স্ট্রিটে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

উল্লেখ্য, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী এক সংক্ষিপ্ত সফরে যুক্তরাজ্যে অবস্থান করছেন।

বিনিয়োগবার্তা/ডিএফই/এসএএম//


Comment As:

Comment (0)