ঢাকার হয়ে মাঠে নামছেন তামিম

আগামী বছর জাতীয় দলে ফিরবেন তামিম

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল গত জুলাইয়ে হঠাৎ করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন। যদিও দিন দুয়েক না যেতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে শেষ পর্যন্ত অবসর থেকে সরে আসেন তিনি।

এরপর গত বছরের সেপ্টেম্বরে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলেন তামিম। এরপর আর লাল-সবুজের জার্সিতে দেখা যায়নি তাকে। এমনকি ওয়ানডে বিশ্বকাপেও খেলা হয়নি এই ওপেনারের। তাই সকলের প্রশ্ন, জাতীয় দলের জার্সিতে আবার কবে মাঠে নামছেন তামিম ইকবাল। 

অবসর ভেঙে একটি ম্যাচ খেলা তামিমকে লাল সবুজ জার্সিতে আর দেখা যাবে কিনা তা খোদ জানে না দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থা বিসিবিও। তবে জানা গিয়েছিল বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠকের পরেই জাতীয় দলে তার ফেরা অথবা না ফেরা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।

সেই বৈঠকের আগেই তামিম ইস্যুতে কথা বললেন বোর্ড সভাপতি ও ক্রীড়ামন্ত্রী। জানালেন তামিমের ফেরা নিয়ে সবশেষ তথ্য। রোববার (২৮ এপ্রিল) গণমাধ্যমের মুখোমুখি হন ক্রীড়ামন্ত্রী ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সেখানে তার কাছে জানতে চাওয়া হয় তামিম জাতীয় দলে কবে ফিরবেন।

এমন প্রশ্নে পাপন বলেন, লাস্ট ওর সঙ্গে যোগাযোগ হয়েছে তখন কথা ছিল ও (তামিম) প্রথম জালাল ইউনুস অপারেশন্সের এবং আমাদের সিরাজ ভাই ওনাদের সঙ্গে বসবেন তারপর আমার সঙ্গে বসবে। ওনাদের সঙ্গে বসেছে, এখন আমার সঙ্গে বসবে।

প্রসঙ্গত, গত মার্চে বিসিবির সঙ্গে বৈঠক করেছিলেন তামিম। যদিও সেই বৈঠকের ফলাফল জানা যায়নি। পাপন বলেন, আমি যেটা শুনেছি, ওর কাছ থেকে শোনার আগে কমেন্ট করা উচিত না। আমি যেটা শুনেছি ও বলেছে সামনের বছর থেকে খেলবে। 

বিনিয়োগবার্তা/ডিএফই//


Comment As:

Comment (0)