রফতানি পণ্য

ইপিবির হালনাগাদ প্রতিবেদন

এপ্রিলে ৩৯১ কোটি ৬৯ লাখ ডলারের পণ্য রফতানি

নিজস্ব প্রতিবেদক:  চলতি বছরের এপ্রিল মাসে বাংলাদেশ থেকে বিশ্ববাজারে ৩৯১ কোটি ৬৯ লাখ ৯০ হাজার ডলারের পণ্য রফতানি হয়েছে। আগের বছরের একই মাসের তুলনায় যা শূন্য দশমিক ৯৯ শতাংশ কম।  ২০২৩ সালের এপ্রিল মাসে দেশ থেকে রফতানি হয়েছিল ৩৯৫ কোটি ৬০ লাখ ডলারের পণ্য।

বৃহস্পতিবার (২ মে) প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইপিবি।

সংস্থাটি জানায়, অর্থমূল্য বিবেচনায় বাংলাদেশ থেকে রফতানি হওয়া শীর্ষ পণ্যগুলো হলো পোশাক, চামড়া ও চামড়াজাত পণ্য, কৃষিপণ্য, পাট ও পাটজাত পণ্য এবং হোম টেক্সটাইল।

অর্থবছরের দশ মাসে (জুলাই-এপ্রিল) পোশাক রফতানিতে প্রবৃদ্ধি হয়েছে ৪ দশমিক ৯৭ শতাংশ।

চামড়া ও চামড়াজাত পণ্যের রফতানি প্রবৃদ্ধি ঋণাত্মক ১৩ দশমিক ৩২ শতাংশ।

কৃষি পণ্যের রফতানি প্রবৃদ্ধি ৬ দশমিক ১২ শতাংশ। পাট ও পাটপণ্যের রফতানি প্রবৃদ্ধি ঋণাত্মক ৭ দশমিক শূন্য ৫ শতাংশ।

হোমটেক্সটাইল পণ্যের রফতানি প্রবৃদ্ধি ঋণাত্মক ২৫ দশমিক ৩২ শতাংশ।

বিনিয়োগবার্তা/এসএএম//


Comment As:

Comment (0)