বিচ সকার লিগে এক ম্যাচে ৫ গোল খেয়ে হারল আর্জেন্টিনা
ডেস্ক রিপোর্ট: শুরু হয়েছে বিচ সকার লিগ- ২০২৪। যেখানে আর্জেন্টিনার মূল দলের পাশাপাশি অনূর্ধ্ব-২০ দলও অংশ নিয়েছে। বিচ ফুটবলে যুবারা জয় পেয়েছে ঠিকই। কিন্তু পরাজয়ের স্বাদ পেয়েছে সিনিয়ররা। উরুগুয়ের কাছে পাঁচ গোল হজম করে তারা ম্যাচ হেরেছে ৩-৫ গোলে।
ম্যাচের শুরুতে দুই দলই সমানতালে লড়াই করে। আক্রমণ-পাল্টা আক্রমণ হলেও কোনো দলই প্রথমার্ধে গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় আলবিসেলেস্তেরা। এক্সেল রাটারস্কিমড দলকে এগিয়ে নেন ১-০ গোলে।
অল্প সময়ের ব্যবধানে আরো এক গোলের দেখা পায় তারা। ম্যাথিয়াস রিভাদেনেইরাস গোল করলে ২-০ গো্লের লিড পায় আর্জেন্টিনা। ম্যাচের তৃতীয়ার্ধে প্রথম গোল হজম করে আর্জেন্টিনা। এরপরের গল্পটা উরুগুয়ের।
লাতিন আমেরিকার দলটির ব্র্যান্ডন মাভেরিনো (২টি) এবং গঞ্জালেস, ডি ভেলো, অর্টিজ একটি করে গোল করলে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে উরুগুয়ে। আর্জেন্টিনার মূল দলের পরাজয়ের দিন বিচ ফুটবলে জয়ের দেখা পেয়েছে অনূর্ধ্ব-২০ দল। উরুগুয়েকে ৩-২ গোলে হারিয়েছে তারা।
বিনিয়োগবার্তা/ডিএফই//