বাংলাদেশ ফেস্টিভাল লন্ডনের লীড স্পন্সর ‘ডব্লিউপিসি’
নিজস্ব প্রতিবেদক: আগামী সপ্তাহে যুক্তরাজ্যের লন্ডনে অনুষ্ঠিতব্য ‘বাংলাদেশ ফেস্টিভাল লন্ডন’ এর লীড স্পন্সর হিসেবে রয়েছে দেশটিতে কার্যরত বাংলাদেশি কমিউনিটির জন্য অন্যতম বৃহৎ আইনি সেবাদাতা প্রতিষ্ঠান ওয়ার্ক পারমিট ক্লাউড (ডব্লিউপিসি)।
আগামী ২৬ ও ২৭ মে ২০২৪ পূর্ব লন্ডনের মাইল এন্ড স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এ মেলা।
মেলাটির আয়োজনে রয়েছে ‘নেক্সট স্টেজ ইভেন্ট’।
ডব্লিউপিসির প্রধান পরিচালক ব্যারিস্টার লুৎফর রহমান জানান, অতীতে বিভিন্ন সফল ইভেন্টের ধারাবাহিকতায় এবারও আমরা যুক্তরাজ্যে আমাদের কমিউনিটির অন্যতম বড় মিলনমেলা ‘বাংলাদেশ ফেস্টিভাল লন্ডন’ এর লীড স্পন্সর হিসেবে দায়িত্ব পালন করছি। শুধু তাই নয়, এ মেলায় বাংলাদেশ থেকে আগত ৩৫ জন শিল্পির ভিসার ব্যবস্থাও আমাদের প্রতিষ্ঠানের মাধ্যমে সম্পন্ন করা হয়েছে।
তিনি জানান, বাংলাদেশ ফেস্টিভ্যালে ওয়ার্ক পারমিট ক্লাউডের ওয়েবসাইটের মাধ্যমে বিশেষ ডিসকাউন্টে টিকেট কেনার ব্যবস্থা রয়েছে। আর আমাদের ওয়েবসাইটের মাধ্যমে টিকিট কেনায় বিশেষ ডিসকাউন্ট ছাড়াও আকর্ষনীয় পুরস্কার আইফোন ১৫ জিতে নেয়ার সুযোগ দেয়া হবে।
জানা গেছে, আগামী ২৬ ও ২৭ মে ২০২৪ পূর্ব লন্ডনের মাইল এন্ড স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া এ মেলায় বাংলাদেশ থেকে পারফর্ম করতে আসবেন জেমস, আরছিয়া ইসলাম দোলা, জায়েদ খান, প্রীতম, মৌসুমী মৌ, মোজাহিদসহ আরো অনেকে।
বিনিয়োগবার্তা/শামীম//