যুক্তরাষ্ট্রের ক্রিকেট

বাংলাদেশকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র

ডেস্ক রিপোর্ট: ফরম্যাটের ক্রিকেটে প্রথমবারের দেখাতেই বাংলাদেশকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র। মঙ্গলবার টেক্সাসের প্রেইরি ভিউ কমপ্লেক্সে বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়ে দেয় স্বাগতিক দেশটি।

আগে ব্যাট করতে নেমে ৬৮ রানের মধ্যে লিটন দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত ও সাকিব আল হাসানকে হারায় বাংলাদেশ। এরপর তাওহীদ হৃদয় (৪৭ বলে ৫৮) ও মাহমুদউল্লাহর (২২ বলে ৩১) ব্যাটে ভর করে ১৫৩ রান তুলতে সমর্থ হয় বাংলাদেশ। স্টিভেন টেইলর ৩ ওভারে ৯ রান দিয়ে নেন দুটি উইকেট।

জবাব দিতে নেমে শেষ মুহূর্তের ঝলকে ৩ বল হাতে রেখে জয় তুলে নেয় যুক্তরাষ্ট্র। দ্বিতীয়বারের মতো কোনো টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে সিরিজ খেলতে নেমেই সাহসী ক্রিকেট উপহার দিল আমেরিকানরা। তারা শেষ ২৪ বলে ৫৫ রান তুলে নিয়ে স্মরণীয় এক জয় পায়। এই সমীকরণ মেলাতে সাহায্য করেন নিউজিল্যান্ডের সাবেক ড্যাশি ব্যাটার কোরি অ্যান্ডারসন ও ভারতীয় বংশোদ্ভূত খেলোয়াড় হারমিত সিং। দুজন অভাবনীয় ব্যাটিং করে ১৮ বলে ৩৮ রান, ১২ বলে ২৪ রানের সমীকরণ মেলান।

অ্যান্ডারসন ২৫ বলে ৩৪ ও হারমিত সিং ১৩ বলে ৩৩ রান করে অপরাজিত থাকেন।

উল্লেখ্য, ১০ বছর আগে নিউজিল্যান্ডের হয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডেতে ৩৬ বলে সেঞ্চুরি করে ইতিহাস গড়েছিলেন অ্যান্ডারসন। তখন সেটাই ছিল দ্রুততম সেঞ্চুরি। পরে সেই রেকর্ড হারান এবি ডি ভিলিয়ার্সের কাছে। এখন তিনি খেলেন যুক্তরাষ্ট্রের হয়ে। গত মাসেই অভিষেক ঘটে তার। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে তাকে স্বাগতিক দলের হয়ে দেখা যাবে। সাত বছর আগে মাউন্ট মঙ্গানুইয়ে টি-টোয়েন্টি ম্যাচে ৪১ বলে ৯৪ রানের বিস্ফোরক ইনিংস খেলে প্রায় একাই হারিয়েছিলেন বাংলাদেশকে। আরেকবার তার কাছে হারল টাইগাররা।

আগামীকাল একই মাঠে সিরিজের দ্বিতীয় ও ২৫ মে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ: ২০ ওভারে ১৫৩/৬। যুক্তরাষ্ট্র: ১৯.৩ ওভারে ১৫৬/৫। ফল: যুক্তরাষ্ট্র ৫ উইকেটে জয়ী। প্লেয়ার অব দ্য ম্যাচ: হারমিত সিং (যুক্তরাষ্ট্র)।

বিনিয়োগবার্তা/এসএএম//


Comment As:

Comment (0)