BD Oman Visa

বাংলাদে‌শিদের জন্য ১২ ক্যাটাগরির ভিসা চালু করছে ওমান

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশি নাগরিকদের জন্য ১২টি ক্যাটাগরিতে ভিসা চালু করতে পারে মধ্যপ্রাচ্যের দেশ ওমান।

স্থানীয় সময় বুধবার টাইমস অব ওমান এক প্রতিবেদনে এ তথ্য জা‌নিয়েছে।

১২টি ক্যাটাগরির মধ্যে রয়েছে- ফ্যামিলি ভিসা, জিসিসি দেশে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের জন্য ভিজিট ভিসা, চি‌কিৎসক ভিসা, প্রকৌশলী ভিসা, নার্স ভিসা, শিক্ষক ভিসা, হিসাবরক্ষক ভিসা, বিনিয়োগকারী ভিসা এবং সব ধরনের অফিসিয়াল ভিসা।

গত বছরের নভেম্বর থে‌কে বাংলাদেশি নাগরিকদের জন্য নতুন ভিসা ইস্যু স্থগিত করে ওমান। অবশ্য ভিসা নিষেধাজ্ঞার পর মাস্কাটে বাংলাদেশ দূতাবাস এক বিবৃতিতে জা‌নিয়ে‌ছিল, ভিসা দান বন্ধের প্রক্রিয়া‌টি স্থায়ী নয়।

বিনিয়োগবার্তা/ডিএফই//


Comment As:

Comment (0)