T20 World Cup Zuboraj

বাংলাদেশ খুবই বিপজ্জনক দল: যুবরাজ

ডেস্ক রিপোর্ট: এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আছেন যুবরাজ সিং। টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর দিনে ভেন্যুর আশপাশেই দেখা যায় ভারতের হয়ে দুই ফরম্যাটে দুটি বিশ্বকাপজয়ী এই ক্রিকেটারকে। গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় বাংলাদেশকে নিয়েও নিজের প্রত্যাশার কথা জানিয়েছেন যুবরাজ।

যুবরাজ বলেন, ‘বাংলাদেশের সম্ভাবনা আছে। বাংলাদেশ খুবই বিপজ্জনক দল। তারা বেশ কিছু অঘটন ঘটিয়েছে। তবে বিশ্বকাপ জিততে হলে আপনাকে ধারাবাহিকভাবে পারফর্ম করতে হবে। আমি দেখছি না, বাংলাদেশ তেমনটি করছে। আমার মনে হয় তাদের সেই পটেনশিয়াল আছে। আপনাদের অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে।’

এদিকে দশ বছর ধরে আন্তর্জাতিক কোনো শিরোপা জিতে না ভারত। শেষবার ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল দেশটি। সেটিই ছিল ভারতের সবশেষ শিরোপা। তার আগে ২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপ এবং ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল তারা।

সেই দুটি বিশ্বকাপজয়ী দলের সেরা পারফর্মার যুবরাজ নিজ দেশকে নিয়ে বলেন, ‘আমাদের জন্য ভালো মুহূর্ত সেটাই হবে যদি ভারত জিতে। লম্বা সময় ধরে ভারত আইসিসি শিরোপা জিতে না, ছেলেরা সেটা করে দেখাবে।’

‘সেমিফাইনালে কোন কোন দলকে দেখতে চান’, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ভারত, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান এবং নো অস্ট্রেলিয়ানন্স (অস্ট্রেলিয়া বাদে অন্য কোনও দল)।’

এদিকে আগামী ৯ জুন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে ভারত-পাকিস্তানের ম্যাচ। সেই ম্যাচটি মাঠে বসে দেখবেন যুবরাজ। ম্যাচটি নিয়ে বলেন, ‘আমি সেটার দিকেই তাকিয়ে আছি। আসলে ভারত-পাকিস্তানের ম্যাচ কখনো দেখিনি (মাঠে এসে)। আমি খেলেছি এমন ম্যাচ, আর টিভিতে দেখেছি। মাঠে এসে এবারই প্রথম দেখব। চাপটা কেমন তাই জানি না।’

সবশেষে যুবরাজ আমেরিকানদের ক্রিকেটের প্রতি উৎসাহী হওয়ার আমন্ত্রণ জানান। তিনি বলেন, ‘আমেরিকাতে ক্রিকেটটা খুব ভালোভাবেই জনপ্রিয় হচ্ছে। তারা খুব ভালো আয়োজন করেছে এবং এখন পর্যন্ত সব ঠিকঠাক লাগছে। কিন্তু আরো অনেক দূর এগিয়ে যেতে হবে। লোকালদের খেলাটা আরো বেশি খেলতে হবে। তবে আমার মনে হয় সময়ের সাথে সাথে সেটিও সম্ভব হবে। আমেরিকার লোকদের আমি একটা কথাই বলব, দেখেন কত লোক আসছে খেলা দেখতে, আপনাদের যেসব আমেরিকান বন্ধু আছে ওদের মাঠে নিয়ে আসেন। ওদের বেসবলের মতো করে কীভাবে ক্রিকেট খেলে সেটা দেখান। সব বন্ধুদের নিয়ে আসেন।’

বিনিয়োগবার্তা/ডিএফই//


Comment As:

Comment (0)