খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে ফখরুল ও রিজভী

খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে ফখরুল-রিজভী

নিজস্ব প্রতিবেদক: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাকে দেখতে শনিবার (২২ জুন) দুপুরে হাসপাতালে যান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন বলেন, শুক্রবার (২১ জুন) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সিসিইউতে মেডিকেল বোর্ডের নিবিড় পর্যবেক্ষণে ম্যাডামের চিকিৎসা চলছে। এ মুহূর্তে এর বাইরে কিছু বলার নেই।

এদিকে অসুস্থ খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং রুহুল কবির রিজভী। তারা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের সঙ্গে কথা বলেন। জোহর নামাজের পর দলটির এ দুজন নেতা বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে মিলাদ ও দোয়ায় অংশ নেন।

বিএনপি মহাসচিবের বরাত দিয়ে বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা সংকটাপন্ন। মহাসচিব আজ বেলা ৩টা ৩০ মিনিটে চেয়ারপারসনকে দেখতে হাসপাতালে যান। তিনি চেয়ারপারসনকে দেখে মেডিকেল বোর্ড প্রধান অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার ও সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের কাছ থেকে বিস্তারিত খোঁজ নিয়েছেন।

এর আগে গত ২ মে খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ওই সময় চিকিৎসকরা তাকে সিসিইউতে রেখে দুই দিন চিকিৎসা দিয়েছিলেন। ৭৯ বছর বয়সী খালেদা জিয়া আর্থ্রাইটিস, হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন।

বিনিয়োগবার্তা/এসএএম//


Comment As:

Comment (0)