Kamala Harris Democratic Candidate

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪

কমলা হ্যারিসকে আনুষ্ঠানিকভাবে বেছে নিলো ডেমোক্রেটিক পার্টি

ডেস্ক রিপোর্ট: মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হতে প্রয়োজনীয় সংখ্যক ভোট পেয়েছেন। দেশটির স্থানীয় সময় শুক্রবার (২ আগস্ট) ডেমোক্রেটিক পার্টির ‘ন্যাশনাল কমিটি চেয়ার’ জেইম হ্যারিসন ভার্চ্যুয়ালি এক অনুষ্ঠানে এই ঘোষণা দেন। খবর সিএনএনের। 

এনিয়ে কমলা হ্যারিস জানান, আগামী সপ্তাহে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়ন গ্রহণ করবেন।

সিএনএন বলছে, গত বৃহস্পতিবার থেকে প্রেসিডেন্ট প্রার্থী চূড়ান্ত করার লক্ষ্যে ইমেইল যোগে ভোট গ্রহণ শুরু করে ডেমোক্রেটিক পার্টি। আগামী সোমবার সন্ধ্যা পর্যন্ত সংশ্লিষ্ট প্রতিনিধিরা (ডেলিগেট) তাদের ভোট দিতে পারবেন। তবে ভোট গ্রহণ শুরুর ৩৬ ঘণ্টার মধ্যে কমলা মনোনয়ন পাওয়ার জন্য তার প্রয়োজনীয় সংখ্যকের চেয়ে বেশি ভোট পেয়েছেন।

শুক্রবার বিকাল পর্যন্ত কমলা দুই হাজার ৩৫০ প্রতিনিধির সমর্থন পেয়েছেন। 

টেলিফোনে এ নিয়ে হ্যারিস বলেন, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ডেমোক্রেটিক পার্টির অনানুষ্ঠানিক প্রার্থী হওয়ার জন্য আমি সম্মানিত বোধ করছি। আমরা আমেরিকার প্রতিশ্রুতিতে বিশ্বাস করি।

বিনিয়োগবার্তা/ডিএফই//


Comment As:

Comment (0)