Air Taxy in India Coming in 2026

২০২৬ সালে ভারতের ব্যস্ত শহরগুলোতে আসছে এয়ার ট্যাক্সি

ডেস্ক রিপোর্ট: যানজটে আটকে থাকার সময় বেশিরভাগ মানুষ ভাবেন যদি উড়ে গন্তব্যে পৌঁছোনো যেত। এবার সেই স্বপ্নই সত্য হতে চলেছে ভারতের ব্যস্ত নগরগুলোর মানুষদের। ইতোমধ্যেই তোড়জোড় শুরু করে দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। জনবহুল মেট্রো শহরে শীঘ্রই আকাশে উড়বে এয়ার ট্যাক্সি। ভারতীয় এভিয়েশন সেক্টর রেগুলেটর ডিজিসিএ, ভার্টিপোর্টস নিয়ে সবুজ সংকেত দিয়ে দিয়েছে। এখন অনুমান করা হচ্ছে যে ২০২৬ সাল থেকেই দেশে এয়ার ট্যাক্সি উড়তে শুরু করবে। দেশটির সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইম এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

এয়ারপোর্টের আদলে তৈরি হবে এয়ার ট্যাক্সি স্ট্যান্ড

ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশনের (ডিজিসিএ) নিয়ম অনুযায়ী, এই এয়ার ট্যাক্সিগুলির জন্য ভার্টিপোর্ট তৈরি করা হবে। এই ভার্টিপোর্টগুলি এমনভাবে ডিজাইন করা হবে যাতে এয়ার ট্যাক্সিগুলি এখান থেকেই, নির্বিঘ্নে টেক অফ করতে পারে এবং ল্যান্ডিং করতেও যাতে কোনোরকম অসুবিধা না হয়। এই ভার্টিপোর্টগুলো এয়ারপোর্টের আদলেই তৈরি করা হবে।

ডিজিসিএ-এর মতে, ভার্টিপোর্টের জন্য নিয়ম প্রণয়নের জন্য তারা সমস্ত স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা সেরে ফেলেছে। নিয়ম অনুসারে, ভার্টিপোর্টের জন্য অবকাঠামো, এয়ার ট্যাক্সি অপারেশনাল নির্দেশিকা, ব্যাটারি চার্জিং, পার্কিং, অবতরণ এবং জরুরি পরিস্থিতির জন্য নির্দেশিকা নির্ধারণ করা হয়েছে। এই সমস্ত নিয়ম মেনে চললেই ভার্টিপোর্ট অনুমোদন করা হবে। রিপোর্ট অনুযায়ী, দিল্লিতে প্রথমে এয়ার ট্যাক্সি চালু করা যেতে পারে। এর পরে, মুম্বই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ এবং চেন্নাইতেও এই পরিষেবা দেওয়া হবে।

প্রসঙ্গত, ইন্ডিগো-এর মূল কোম্পানি ইন্টারগ্লোব এন্টারপ্রাইজেস (আইজিই), ভারতে আর্চার এভিয়েশনের বৈদ্যুতিক এয়ার ট্যাক্সি, “মিডনাইট” চালু করার পরিকল্পনা করছে। আইজিই-এর প্রধান রাহুল ভাটিয়া ২০০টি মিডনাইট পর্যন্ত অর্ডার দিয়েছেন। এর জন্য মোট ১ বিলিয়ন ডলার খরচের চুক্তি স্বাক্ষর করা হয়েছে।

বিনিয়োগবার্তা/ডিএফই//


Comment As:

Comment (0)