Zarmany Work Visa

জার্মানিতে ছয় মাসে ৮০ হাজার ওয়ার্ক ভিসা

নিজস্ব প্রতিবেদক: ইউরোপের দেশ জার্মানিতে চলতি বছরের প্রথম ছয় মাসে ৮০ হাজারেরও বেশি ওয়ার্ক ভিসা প্রদান করেছে।

জার্মানির শ্রমখাতে চলমান কর্মী সংকট কাটানোর লক্ষ্যে বিদেশি দক্ষ শ্রমিকদের দেশটিতে প্রবেশের সুযোগ প্রদানের অংশ হিসেবে ওই আইনটি প্রণয়ন করা হয়।

পরিসংখ্যান বলছে, এই ৮০ হাজার ভিসার অর্ধেক, অর্থাৎ, ৪০ হাজার দক্ষ শ্রমিকদের দেওয়া হয়েছে। এই সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় তিন হাজার বেশি।

মন্ত্রণালয়ের তথ্য বলছে, গত বছরের প্রথম ছয় মাসে মোট ৩৭ হাজার দক্ষ শ্রমিককে ভিসা প্রদান করেছিল জার্মান সরকার।

সেই বছর দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় শ্রমখাতের জন্য মোট এক লাখ ৫৭ হাজার ভিসা দেয়। এর মধ্যে দক্ষ শ্রমিকদের জন্য মোট ৭৯ হাজার ভিসা দেওয়া হয়।

দেশের শ্রমিক সংকট কাটাতে বিভিন্ন ধরনের পদক্ষেপ নিচ্ছে জার্মান সরকার। এর মধ্যে রয়েছে দেশের নাগরিকত্ব আইন সংশোধন এবং শ্রমবাজারে প্রবেশ সহজকরণ।

এছাড়া দক্ষ কর্মীদের আরও আকৃষ্ট করতে অপর্চুনিটি কার্ড বা জার্মান ভাষায় চান্সেনকার্ট নামে একটি প্রকল্প হাতে নিয়েছে দেশটির সরকার।

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাইরের দক্ষ জনশক্তিকে আকৃষ্ট করতে গত ১ জুন থেকে অপরচুনিটি কার্ড চালু করা হয়।

যোগ্য ব্যক্তিরা কোনও চাকরির চুক্তি ছাড়াই জার্মানিতে আসতে পারবেন। চাকরি খুঁজে নেওয়ার জন্য তাদের হাতে এক বছর সময় থাকবে।

কেউ অপরচুনিটি কার্ড পেতে চাইলে অন্যান্য যোগ্যতার পাশাপাশি অন্তত দুই বছরের কারিগরি শিক্ষা অথবা একটি বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি থাকতে হবে।

এর সঙ্গে ন্যূনতম (এ১ লেভেল) জার্মান ভাষা জানতে হবে অথবা ইংরেজি ভাষায় ভালো দক্ষতা (বি২ লেভেল) থাকতে হবে।

বিনিয়োগবার্তা/ডিএফই//


Comment As:

Comment (0)