পেন্টাগন

বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করার অপেক্ষায় যুক্তরাষ্ট্র: পেন্টাগন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে সব ধরনের সহিংসতা পরিহার ও মানবাধিকার রক্ষা হবে বলে আশা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। মঙ্গলবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এমন আশাবাদ ব্যক্ত করেন পেন্টাগনের প্রেস সেক্রেটারি মেজর জেনারেল প্যাট রাইডার।

ব্রিফিংয়ে এক সংবাদকর্মী জানতে চান, ‘অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকাকে পেন্টাগন কীভাবে দেখে। এছাড়া বর্তমান ক্রান্তিকালে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সামরিক বাহিনীর মধ্যে কোনো সহযোগিতা বা যোগাযোগ আছে কিনা।’

জবাবে মেজর জেনারেল রাইডার বলেন, ‘আপনি জানেন বাংলাদেশের সঙ্গে আমাদের একটি প্রতিরক্ষা সম্পর্ক রয়েছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করার অপেক্ষায় আছি। এক্ষেত্রে আমরা একটি স্বাধীন ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিকের মতো বিষয় সামনে রেখে এবং আমাদের অভিন্ন মূল্যবোধ ও স্বার্থকে প্রাধান্য দিয়ে একসঙ্গে কাজ করতে চাই। তবে দুই দেশের সামরিক বাহিনীর মধ্যকার যোগাযোগের ধরন সম্পর্কে বলার মতো কোনো তথ্য আমার কাছে নেই।’

রাইডার বলেন, ‘অবশ্যই আপনি জানেন, যেহেতু এটি বাংলাদেশ সরকার সম্পর্কিত, আমরা আশা করব মানবাধিকার রক্ষা করা হবে এবং দেশটিতে যেকোনো ধরনের সহিংসতা এড়ানো হবে।’

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর ৮ আগস্ট দেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। 

বিনিয়োগবার্তা/এসএএম//


Comment As:

Comment (0)