ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

দীর্ঘ যানজটের কবলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

নিজস্ব প্রতিবেদক: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজা থেকে দাউদকান্দি টোল প্লাজা পর্যন্ত অংশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। দীর্ঘ সময় যানজট আটকে থেকে দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের।

বুধবার (১১ সেপ্টেম্বর) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি অংশের গৌরীপুর এলাকায় একটি কাভার্ড ভ্যান উল্টে গেলে যানজটের সৃষ্টি হয়। পরে তা গজারিয়া অংশে ছড়িয়ে পড়ে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, মহাসড়কের গজারিয়া এবং দাউদকান্দি অংশ মিলিয়ে ২৬ কিলোমিটার অংশে যানজট হয়েছে।

গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই রিয়াদ হোসেন জানান, ভোরে মহাসড়কের দাউদকান্দি অংশের শহীদ নগর এলাকায় কাভার্ড ভ্যান উল্টে যাওয়ার কারণে যানজটের সৃষ্টি হয় যা গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে। আমরা যানজট নিরসনে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

বিনিয়োগবার্তা/এসএএম//


Comment As:

Comment (0)