মূল্যসংবেদনশীল তথ্য ছাড়াই বাড়ছে আলহাজ টেক্সটাইলের দর
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: প্রায় ১০ দিন ধরে অস্বাভাবিক হারে বাড়ছে বস্ত্র খাতের কোম্পানি আলহাজ টেক্সটাইলের শেয়ার দর। কিন্তু এই দর বাড়ার পেছনে ‘কোনো অপ্রকাশিত মূল্যসংবেদনশীল তথ্য নেই’- বলে জানিয়েছে কোম্পানিটি। ধারাবাহিক দর বাড়ার কারণ জানতে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পাঠানো নোটিশের জবাবে এ তথ্য জানিয়েছে কোম্পানির কর্তৃপক্ষ।
ডিএসই সূত্রে জানা গেছে, প্রায় ১০দিন ধরে টানা ঊর্ধ্বমুখী আলহাজ টেক্সটাইলের শেয়ার দর। আলোচ্য দিনে কোম্পানিটির শেয়ার দর ৯২.৪০ থেকে বেড়ে ১১৬.৮ টাকায় উঠেছে। অর্থাৎ উক্ত সময়ে কোম্পানির শেয়ার দর বেড়েছে ২৪.৪০ টাকা।
(ইউএম/ ০৬ মার্চ ২০১৭)