বিসিএসআইআরের নতুন চেয়ারম্যান সামিনা আহমেদ

বিসিএসআইআরের নতুন চেয়ারম্যান ড. সামিনা আহমেদ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) নতুন চেয়ারম্যান নিয়োগ পেয়েছেন ড. সামিনা আহমেদ। তাকে আগামী তিন বছরের জন্য এ নিয়োগ দিয়ে বুধবার (১৮ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

‘বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ আইন, ২০১৩’ এর ধারা ৫(৩) ও ৫(৬) অনুযায়ী তিনি এ নিয়োগ পেয়েছেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

বিসিএসআইআর বাংলাদেশ সরকারের অর্থায়নে পরিচালিত দেশের বৃহত্তম মাল্টিডিসিপ্লিনারি গবেষণা প্রতিষ্ঠান। এটি প্রখ্যাত বাঙালি বিজ্ঞানী ড. মুহাম্মাদ কুদরাত-এ-খুদার হাত ধরে ১৯৫৫ সালে তৎকালীন পাকিস্তানের পূর্বাঞ্চলীয় গবেষণাগার হিসেবে এবং ১৯৭৩ সালে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ নামে প্রতিষ্ঠিত হয়।

এ সংস্থা মূলত শিল্প গবেষণায় নিয়োজিত, তবে বেশকিছু মৌলিক গবেষণা ও এখানে পরিচালিত হয়। বাংলাদেশে বহুল প্রচলিত উন্নত চুলা, বায়োগ্যাস, স্পিরুলিনা, ফায়ার এক্সটিংগুইশার, সৌরবিদ্যুৎসহ অসংখ্য প্রযুক্তির সূতিকাগার হল এ প্রতিষ্ঠান। যা প্রতিষ্ঠার পর থেকে নতুন নতুন উদ্ভাবনের মাধ্যমে দেশের বিভিন্ন সেক্টরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।

বিনিয়োগবার্তা/এসএএম//


Comment As:

Comment (0)