ইউকেবিসিসিআইয়ের সংবাদ সম্মেলন
রফতানির বাজার বৈচিত্র্যায়ণের দিকে নজর দেওয়ার আহ্বান
নিজস্ব প্রতিবেদক: দেশের অর্থনীতি অলিগার্কদের হাতে থাকলে সেখানে সবার জন্য ব্যবসা করার সমান সুযোগ থাকে না। তবে বর্তমানে সে অবস্থা নেই। জনসংখ্যার দিক থেকে অষ্টম বৃহত্তম বাংলাদেশের জনগণকে জনসম্পদে পরিণত করতে হবে। তাদের দক্ষ করে তুলতে হবে। একইসঙ্গে রফতানির বাজারে শুধু পোশাকের ওপর নির্ভরশীল না থেকে বৈচিত্র্যায়ণের দিকে নজর দিতে হবে।
মঙ্গলবার (৭ ডিসেম্বর) রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বক্তারা। উপস্থিত ছিলেন যুক্তরাজ্য-বাংলাদেশ ক্যাটালিস্টস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ইউকেবিসিসিআই) প্রতিনিধি দলের সদস্য হিসেবে বাংলাদেশ সফরে আসা যুক্তরাজ্যের সংসদ সদস্য রূপা হক, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘আমাদের এমন একটি ব্যবসায়িক পরিবেশ দরকার, যেখানে বিদেশী বিনিয়োগকারীদের দেশীয় বিনিয়োগকারীদের থেকে ভিন্ন ভাবতে হবে না। অলিগার্করা যখন অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে, তখন তারা সবার জন্য সমান সুযোগ রাখে না। বর্তমানে তা (দেশের অর্থনীতি) মুক্ত। পরবর্তী অর্থনৈতিক পরিস্থিতি সবার জন্য সমান সুযোগ ও মুক্ত সুবিধা নিশ্চিত করবে।’
যুক্তরাজ্যের সংসদ সদস্য রূপা হক বলেন, ‘যখন মার্কস অ্যান্ড স্পেনসার, প্রাইমার্কের মতো বড় বড় দোকানে মেড ইন বাংলাদেশ পোশাক দেখা যায়, তখন আমরা গর্বিত হই। তবে একই সঙ্গে সতর্ক থাকতে হবে যে বাংলাদেশ যেন শুধু একটা খাতের ওপর নির্ভরশীল হয়ে না পড়ে। এ দেশের লোকেদের অনেক প্রতিভা ও দক্ষতা রয়েছে। প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ এ দেশের প্রচুর সম্ভাবনা রয়েছে। সেজন্য পোশাক খাতের বাইরে গিয়ে ভিন্নভাবে ভাবতে হবে।’
ইউকেবিসিসিআইয়ের চেয়ারম্যান ইকবাল আহমেদ বলেন, ‘বাংলাদেশের যে পরিমাণ জনসংখ্যা আছে, অনেক দেশেরই তা নেই। বাংলাদেশের ২ মিলিয়ন লোক বিদেশে আছে, যারা সবাই কঠোর পরিশ্রমী এবং তারা অর্থ উপার্জন করছে। তারা বছরে প্রায় ২৭ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠাচ্ছে দেশে। আমরা যদি এ লোকগুলোকে কিছু প্রশিক্ষণ দিয়ে আরো দক্ষ করে তুলতে পারি, তাহলে রেমিট্যান্স দ্বিগুণ করার সম্ভাবনা রয়েছে।’
ইউকেবিসিসিআইয়ের আঞ্চলিক সভাপতি শওকত আজিজ রাসেল বলেন, ‘বাংলাদেশ বিশ্বব্যাপী তার শক্তিশালী উৎপাদন সক্ষমতার জন্য স্বীকৃত এবং এটি পোশাক সরবরাহের একটি প্রধান কেন্দ্র। এ মিশনের লক্ষ্য বিশ্ববাজারে বাংলাদেশের প্রতিযোগিতামূলক সুবিধাকে কাজে লাগিয়ে ডিজাইন ও উৎপাদনে উদ্ভাবনকে উৎসাহিত করা।’
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিজিএমইএর প্রশাসক মো. আনোয়ার হোসেন, বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম প্রমুখ।
বিনিয়োগবার্তা/ডিএফই/এসএএম//