মার্ক জাকারবার্গ

এক্সক্লুসিভ ২০০ বিলিয়ন ক্লাবের চতুর্থ বিলিয়নিয়ার্স মার্ক জাকারবার্গ

ডেস্ক রিপোর্ট: এক্সক্লুসিভ ২০০ বিলিয়ন ক্লাবে চতুর্থ ব্যক্তি হিসেবে নাম লেখালেন মেটার সিইও মার্ক জাকারবার্গ। ব্লুমবার্গ বিলিয়নেয়ার ইনডেক্সের সাম্প্রতিক তথ্যানুযায়ী, এ প্রযুক্তি উদ্যোক্তার ব্যক্তিগত সম্পদের পরিমাণ ৭ হাজার ৩৪০ কোটি ডলার বেড়ে চলতি বছর দাঁড়িয়েছে ২০১ বিলিয়ন বা ২০ হাজার ১০০ কোটি ডলার। খবর সিএনএন।

এ তালিকার শুরুতেই রয়েছেন টেসলা ও এক্সের সিইও ইলোন মাস্ক, তার সম্পদের পরিমাণ ২৭ হাজার ২০০ কোটি ডলার। এরপর নাম থাকা অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজাস ও লাক্সারি ব্র্যান্ড এলভিএমএইচের সিইও বেহনা আহনোঁর সম্পদের পরিমাণ যথাক্রমে ২১ হাজার ১০০ কোটি ও ২০ হাজার ৭০০ কোটি ডলার।

৪০ বছর বয়সী মার্ক জাকারবার্গ ২০০৪ সালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক চালু করেন। এ প্লাটফর্মের প্যারেন্ট প্রতিষ্ঠান মেটা, মার্ক জাকারবার্গের বেশির ভাগ সম্পদের উৎসও এখানে। ২০২৪ সালে মেটার শেয়ারদর বেড়েছে প্রায় ৬৪ শতাংশ। গত ২৫ সেপ্টেম্বর শেয়ারদর দশমিক ৯ শতাংশ বেড়ে রেকর্ড ৫৬৮ ডলার ৩১ সেন্টে ওঠে। অবশ্য ২৭ সেপ্টেম্বর নাগাদ ৫৬৭ ডলার ৩৬ সেন্টে নেমে আসে।

ফেসবুক ছাড়াও মেটার জনপ্রিয় দুটি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম ও থ্রেডস। এছাড়া জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপও রয়েছে তালিকায়।

গত সপ্তাহে ‘মেটা কানেক্ট ২০২৪’ ইভেন্টে মার্ক জাকারবার্গ নিজেদের পণ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে কথা বলেন। তিনি জানান, মেটা এআই বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত অনলাইন অ্যাসিস্ট্যান্ট হওয়ার পথে রয়েছে।

ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোকে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা মাসিক প্রায় ৫০ কোটি সক্রিয় ব্যবহারকারী পাওয়ার পথে রয়েছি। এখনো কিছু বড় দেশে এ পরিষেবা চালু করিনি।’

সাম্প্রতিক সময়ে অন্য খাতের চেয়ে অর্থ উপার্জনে এগিয়ে রয়েছেন প্রযুক্তি খাতের মোগলরা। উদাহরণ হিসেবে এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং ও ওরাকলের সহপ্রতিষ্ঠাতা ল্যারি এলিসনের কথা বলা যায়। এ বছর তাদের মোট সম্পদ যথাক্রমে ৬ হাজার ২২০ কোটি ও ৫ হাজার ৮৬ কোটি ডলার বেড়েছে।

বিনিয়োগবার্তা/এসএএম//


Comment As:

Comment (0)