নিয়মিত ব্রিফিংয়ে ম্যাথিউ মিলার
বাংলাদেশে বিক্ষোভে নিহতদের ব্যাপারে পূর্ণাঙ্গ তদন্ত চায় যুক্তরাষ্ট্র
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে সাম্প্রতিক মাসগুলোতে বিক্ষোভের সময় দমন-পীড়ন এবং যে বেসামরিক নাগরিকরা বিক্ষোভের সময় প্রাণ হারিয়েছেন, তাদের সম্পর্কে পূর্ণাঙ্গ তদন্ত হওয়া দরকার বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার।
সোমবার (৩০ সেপ্টেম্বর) নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, আমরা মনে করি, সাম্প্রতিক মাসগুলোতে বিক্ষোভের সময় দমন-পীড়ন এবং যে বেসামরিক নাগরিকরা বিক্ষোভের সময় প্রাণ হারিয়েছেন, তাদের সম্পর্কে পূর্ণাঙ্গ তদন্ত হওয়া দরকার। দায়ী যে কারও জন্য সম্পূর্ণ জবাবদিহিতা থাকা দরকার বলেও উল্লেখ করেন ম্যাথিউ মিলার।
গণমাধ্যম বিষয়ক এক প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ সারাবিশ্বে গণমাধ্যমের স্বাধীনতা সমুন্নত দেখতে চান।
বিনিয়োগবার্তা/এসএএম//