রূপালী ব্যাংকের ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক: সরকারি মালিকানাধীন রূপালী ব্যাংক পিএলসি’র ব্যবসায়িক পর্যালোচনা সভা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ অক্টোবর) ব্যাংকের ঢাকা উত্তর বিভাগীয় কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) পারসুমা আলম।
তিনি শ্রেণীকৃত ঋণ আদায়, আমানত বৃদ্ধি ও সিএমএসএমই ঋণ প্রদানের উপর বিশেষ গুরুত্বারোপ করেন।
জোনাল অফিস ঢাকা উত্তর কর্তৃক আয়োজিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হাসান তানভীর ও মহাব্যবস্থাপক মো. নোমান মিয়া।
ঢাকা উত্তর জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক সালাহ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জোনাল অফিস ঢাকা উত্তরের আওতাধীন নির্বাহী ও শাখা ব্যবস্থাপকগণ উপস্থিত ছিলেন।
বিনিয়োগবার্তা/এসএএম//