Tarek Rahman Support Interim Government for Public Expectation

অন্তর্বর্তী সরকারকে সহায়তার মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্র কাজে আসবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ‘বিএনপির লক্ষ্য জনগণের ভোট নিশ্চিত করা। গণতন্ত্রবিরোধী ষড়যন্ত্র এখনো থেমে নেই। অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার চেষ্টা চালাচ্ছে। অন্তর্বর্তী সরকারকে সহায়তার মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে।’

শুক্রবার (৮ নভেম্বর) বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি করেছে বিএনপি। র‌্যালির আগে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হন তিনি।

এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বাংলাদেশে সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক দল জাতীয়তাবাদী দল- বিএনপি। বাংলাদেশের গণতন্ত্রকে বারবার রক্ষা করেছে বিএনপি। আওয়ামী দুঃশাসনে বিএনপির অসংখ্য নেতাকর্মী গুম, খুন হয়েছেন। ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা পালিয়েছেন, কিন্তু আওয়ামী দোসররা বিভিন্নভাবে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। সবাইকে ঐক্যবদ্ধ থেকে অন্তর্বর্তী সরকারকে সহায়তার মাধ্যমে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হবে।’

এর আগে সকাল থেকে রংবেরঙের টি-শার্ট পরে হাতে দেশের ও দলীয় পতাকা নিয়ে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির বিপুলসংখ্যক নেতা-কর্মী অবস্থান নেন। নয়াপল্টন ছাড়াও কাকরাইল মোড়, বিজয়নগর, ফকিরাপুল মোড়ে নেতা-কর্মীদের অবস্থান নিতে দেখা গেছে। কর্মসূচিতে ঢাকা ও এর আশপাশের বিভিন্ন জেলার নেতা-কর্মীরা এসেছেন। বিপুলসংখ্যক নেতা-কর্মীর অবস্থানের কারণে পল্টন, মালিবাগ, মতিঝিল, শাহবাগ এলাকায় যানজটের সৃষ্টি হয়েছিল।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর এই প্রথম বড় পরিসরে শোভাযাত্রা কর্মসূচি পালন করেছে বিএনপি।

বিনিয়োগবার্তা/ডিএফই//


Comment As:

Comment (0)