BCI National Industry rule discussion

বিসিআইর আয়োজনে “জাতীয় শিল্প নীতি, ২০২২ পর্যালোচনা” বিষয়ক ওরিয়েন্টেশন কর্মশালা

নিজস্ব প্রতিবেদক: শনিবার সকাল ১১.০০ টায় বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) এর আয়োজনে বিসিআই বোর্ডরুমে “জাতীয় শিল্প নীতি, ২০২২ পর্যালোচনা” বিষয়ক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়। 

ওরিয়েন্টেশন কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিআই এর সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ), প্রধান আলোচক/ট্রেইনার হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের, অতিরিক্ত সচিব (নীতি, আইন ও আন্তর্জাতিক সহযোগিতা) মোঃ সলিম উল্লাহ। 
কর্মশালায় সভাপত্বি করেন বিসিআই এর উর্দ্ধতন সহ-সভাপতি মিসেস প্রীতি চক্রবর্তী। কর্মশালায় বিসিআই এর সদস্য ও বিভিন্ন চেম্বার ও অ্যাসোসিয়েস থেকে ২৪ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। 

এছাড়াও কর্মশালায় বিসিআই পবিচালকবর্গ, শহীদুল ইসলাম নিরু, মোহাম্মদ ইসহাকুল হোসেন সুইট,  মাহফুজুর রহমান উপস্থিত ছিলেন।

বিসিআই এর সেক্রেটারি জেনারেল ড. মোঃ হেলাল উদ্দিন, এনডিসি এর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ) কর্মশালার উদ্দেশ্য এবং শিল্প খাত ও দেশের অর্থনীতিতে বিদ্যমান বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করেন এবং তিনি বিভিন্ন বিষয়ে অংশগ্রহণকারীদের মতামত গ্রহণ করেন এবং সকলকে শিল্পক্ষেত্রে বিদ্যমান সমস্যা সমূহ যথাযথ ভাবে সরকারের নিকট তুলে ধরার জন্য অংশগ্রহণকারী সকলের সহযোগিতা কামনা করেন।

কর্মশালার সভাপতি মিসেস প্রীতি চক্রবর্তী সকলকে ধন্যবাদ জানান এবং বিসিআই এর পক্ষ থেকে এ ধরনের কর্মশালা ধারাবাহিকভাবে আয়োজন করার কথা জানান। তিনি সকলকে কর্মশালায় সক্রিয় ভূমিকা পালনের অনুরোধ জানান।

কর্মশালার দ্বিতীয় ভাগে জাতীয় শিল্প নীতি, ২০২২ এর উপর প্রধান আলোচক মোঃ সলিম উল্লাহ ২টি সেশনের মাধ্যমে তার বক্তব্য উপস্থাপন করেন এবং অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

কর্মশালার শেষ অংশে অংশগ্রহণকারীদের মতামত/ফিডব্যাক নেয়া হয় এবং সকলের নিকট সার্টিফিকেট বিতরন করা হয়। বিসিআই এর সেক্রেটারি জেনারেল প্রধান আলোচক ও সকল অংশগ্রহণকারীকে আনুষ্ঠানিক বিদায় জানান এবং সকলকে বিসিআই এর বিভিন্ন কর্মসূচীর সাথে যুক্ত থাকার অনুরোধ জানান। 

বিনিয়োগবার্তা/ডিএফই//


Comment As:

Comment (0)