Walton PMO Prize

‘পিএমও অব দ্য ইয়ার’ পুরস্কার পেলো ওয়ালটন এসি

নিজস্ব প্রতিবেদক: প্রোজেক্ট ম্যানেজমেন্ট অফিস বা পিএমও অব দ্য ইয়ার পুরস্কার পেয়েছে ওয়ালটনের কমার্শিয়াল এয়ার কন্ডিশনার সার্ভিস ম্যানেজমেন্ট বিভাগ। শনিবার (৯ নভেম্বর) ঢাকার একটি হোটেলে যুক্তরাষ্ট্রের প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের (পিএমআই) বাংলাদেশ চ্যাপ্টার এ পুরস্কার দেয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পুরস্কার গ্রহণ করেন ওয়ালটন এসি প্রোডাক্টের ডেপুটি চিফ বিজনেস অফিসার (ডিসিবিও) সন্দ্বীপ বিশ্বাস। তিনি বলেন, ‘এই স্বীকৃতি বাংলাদেশের প্রকল্প ব্যবস্থাপনায় ওয়ালটনকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে। বাংলাদেশে ভিআরএফ ও চিলার এসি উৎপাদনে ওয়ালটন অগ্রদূত। ওয়ালটনের হাত ধরেই বিশ্বে ভিআরএফ এসি উৎপাদনকারী নবম দেশ হিসেবে আত্মপ্রকাশ ঘটেছে বাংলাদেশের। এই চ্যাম্পিয়ন পুরস্কার পাওয়ার মাধ্যমে প্রজেক্ট ম্যানেজমেন্টে আমাদের দায়িত্ব আরও বেড়ে গেলো।’

অনুষ্ঠানে আরও ছিলেন– ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার গালীব বিন মোহাম্মদ, কমার্সিয়াল এসি সার্ভিস ম্যানেজমেন্ট বিভাগের প্রধান মো. মনিরুজ্জামান বেপারী, কাস্টমার সার্ভিস ম্যানেজমেন্ট বিভাগের চিফ সার্ভিস অফিসার শিবদাস রায় এবং ওয়ালটন এসির ব্র্যান্ড ম্যানেজার খলিলুর রহমান।

অনুষ্ঠানে পিএমআইর ব্যবস্থাপনা পরিচালক (দক্ষিণ এশিয়া) অমিত গোয়েলসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিনিয়োগবার্তা/ডিএফই//


Comment As:

Comment (0)