China Investor Want to Invest in Power Sector in BD

বাংলাদেশে পাওয়ার সেক্টরে বিনিয়োগে আগ্রহী চীনা বিনিয়োগকারীরা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)’র কনফারেন্স রুমে, বিডা’র নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন সভাপতিত্বে, বিডা’র সাথে বাংলাদেশের ন্যামস্ মোটরস লিমিটেড, চীনের Wellbe Communication Technology Limited এবং Beijing Hairun Haoshen Technology Limited সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় চীনের বিনিয়োগকারীরা বাংলাদেশে বৈঠকে যৌথ বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশে লিথিয়াম ব্যাটারি উৎপাদন কেন্দ্র, সোলার প্যানেল নির্মাণ কারখানা এবং স্যাটেলাইট সংযোগ স্থাপনের পরিকল্পনার কথা রোববার (১০ নভেম্বর) তুলে ধরেন।

মতবিনিময় সভায় Wellbe Communication Technology Limited & Beijing Hairun Haosheng Technology Limited এর চোয়াররম্যান WONG TIK BENJAMIN বলেন, বাংলাদেশ একটি বৃহৎ নির্ভরযোগ্য বাজার এবং এখান থেকে বহির্বিশ্বে রপ্তানি করাও সহজ। বর্তমানে বাংলাদেশে প্রচুর ব্যাটারি চালিত গাড়ী চলছে, কিন্তু এ ব্যাটারিগুলোর অধিকাংশই প্রযুক্তিগত দিক থেকে উন্নত নয়। আগামী বিশ্বে ইলেট্রিকাল যানবাহনের পরিমান অনেক বৃদ্ধি পাবে সেকথা মাথায় রেখেই আমরা বাংলাদেশে যৌথ বিনিয়োগের মাধ্যমে উন্নত মানের লিথিয়াম ব্যাটারি উৎপাদন কেন্দ্র, বিদ্যুতের ঝামেলা দূর করার জন্য সোলার প্যানেল নির্মাণ কারখানা এবং উন্নত যোগাযোগের স্যাটেলাইট সংযোগ স্থাপনের সিধান্ত গ্রহণ করেছি।

অনুষ্ঠানে ন্যামস্ মোটরস্ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বিগ্রেডিয়ার: জেনারেল শফিকুজ্জামান (অবঃ) বলেন, আমাদের লক্ষ্য শুধু মুনাফা নয়, বরং বাংলাদেশের সবুজ প্রযুক্তি ও দূষণমুক্ত উন্নয়নে অবদান রাখা।

মতবিনিময় সভায় বিডা’র নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন চীনা বিনিয়োগকারীদের ধন্যবাদ জানিয়ে, বাংলাদেশে বিনিয়োগের সুবিধা তুলে ধরে বলেন  বিডা সব সময়েই বিনিয়োগকারীদের যাবতীয় বিনিয়োগ সেবা দিতে বদ্ধপরিকর। এসময়ে তিনি বলেন বিদেশী বিনিয়োগের ক্ষেত্রে আমাদের প্রত্যেক দেশের জন্য নিজস্ব কান্ট্রি অফিসার রয়েছে, যাতে বিনিয়োগকারীরা দ্রুত বিনিয়োগ সেবা লাভ করতে পারেন। এসময়ে তিনি চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের জন্য আহ্বান জানান।

মতবিনিময় সভায় বিডা, ন্যামস্ মোটরস্ লিমিটেড, চীনের Wellbe Communication Technology Limited & Beijing Hairun Haosheng Technology Limited উর্ধ্বতন কর্মকর্তাসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

বিনিয়োগবার্তা/ডিএফই//


Comment As:

Comment (0)