ব্র্যাক ব্যাংকের সিওও পেলেন এসডিজি পাইওনিয়ার অ্যাওয়ার্ড ২০২৪
নিজস্ব প্রতিবেদক: ২০২৪ সালের সম্মানজনক সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলস (এসডিজি) পাইওনিয়ার অ্যাওয়ার্ড অর্জন করেছেন ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ অপারেটিং অফিসার মোঃ সাব্বির হোসেন।
৬ নভেম্বর ২০২৪ ঢাকার দ্য ওয়েস্টিন-এ আয়োজিত সাসটেইনেবিলিটি দিবসের অনুষ্ঠানে গ্লোবাল কমপ্যাক্ট নেটওয়ার্ক বাংলাদেশ (জিসিএনবি) তাঁকে এই মর্যাদায় ভূষিত করে।
এই জিসিএনবি জাতিসংঘের অধীনে কর্পোরেট দায়বদ্ধতা এবং টেকসই উন্নয়ন নিয়ে কাজ করা বৃহত্তম স্বেচ্ছাসেবী উদ্যোগ ইউএন গ্লোবাল কমপ্যাক্ট-এর সচিবালয় হিসেবে কাজ করে। বেসরকারি খাতের সাথে সম্পৃক্ত হয়ে প্রতিটি সূচকে বা বিভাগে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় (এসডিজি) পৌঁছানোটাই এর লক্ষ্য।
মোঃ সাব্বির হোসেন টেকনোলজি, অপারেশনস এবং রিটেইল ব্যাংকিংয়ে তিরিশ বছরেরও বেশি সময় ধরে শীর্ষস্থানীয় নানান বহুজাতিক ও স্থানীয় ব্যাংকে সার্ভিস দেওয়ার মাধ্যমে বাংলাদেশের ব্যাংকিং খাতে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন। ব্র্যাক ব্যাংকের চিফ সাসটেইনেবিলিটি অফিসার হিসেবেও কাজ করছেন তিনি।
পেশার বাইরেও ব্যক্তিগতভাবে তিনি দারিদ্র্য দূরীকরণ এবং পরিবেশ সংরক্ষণ বিষয়ে প্রতিশ্রুতি ও কর্মময়তার স্বাক্ষর রেখেছেন।
টেকসই উন্নয়নের পাশাপাশি, জলবায়ু-সহনশীল কৃষি, টেকসই অর্থায়ন এবং অন্তর্ভুক্তিমূলক আর্থিক সেবার প্রসারে ব্র্যাক ব্যাংকের অগ্রদূত ভূমিকায় তাঁর দৃষ্টান্তমূলক অংশের সম্মানেই এসেছে এই স্বীকৃতি।
তাঁর নেতৃত্বেই ব্র্যাক ব্যাংক তাদের ডিজিটাল রূপান্তর এবং জলবায়ু-স্মার্ট কৃষির লক্ষ্যে নিজেদের বিশেষ ব্যতিক্রমী সিএসআর উদ্যোগগুলোর পাশাপাশি পার্টনারশিপ ফর কার্বন অ্যাকাউন্টিং ফাইন্যান্সিয়ালস (পিসিএএফ) অনুমোদিত গ্রিন হাউজ গ্যাস (জিএইচজি) নির্গমন হিসাব ও সাসটেইনেবিলিটি রিপোর্ট চালু করেছে।
এই সম্মাননা প্রাপ্তির বিষয়ে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম আর. এফ. হোসেন বলেন, “সাসটেইনেবিলিটিকে ব্যাংকের মূল কার্যধারায় অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে সাব্বিরের নিবেদিত ভূমিকাই আমাদের পুরো যাত্রাটির চেহারা বদলে দিয়েছে। সাসটেইনেবিলিটি এবং ডিজিটাল ব্যাংকিংয়ের ক্ষেত্রগুলোতে বাংলাদেশে ইতিবাচক পরিবর্তন আনার জন্য তাঁর দুরদর্শিতা আর আমাদের টিমের সম্মিলিত প্রচেষ্টার স্বীকৃতি এই সম্মাননা।
জাতিসংঘের এসডিজি’র প্রতি এবং আমাদের কম্যুনিটির জন্য একটি অন্তর্ভুক্তিমূলক, আলোকিত ও স্থিতিশীল ভবিষ্যৎ গড়ে তোলার জন্য আমাদের এই অঙ্গীকার সামনের সময়েও অব্যাহত থাকবে।”
কর্পোরেশন, এনজিও ও বিদেশি মিশনগুলোর সম্মানিত প্রতিনিধিদের পাশাপাশি ইউএনজিসি’র অন্য সিগনেটরি-দের মিলন মেলায় রূপ নেয় জিসিএনবি আয়োজিত সাসটেইনেবিলিটি দিবসের এই অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক প্রধান সমন্বয়ক লামিয়া মোরশেদ। আরো উপস্থিত ছিলেন ইউএন গ্লোবাল কমপ্যাক্ট নেটওয়ার্ক বাংলাদেশ-এর নেটওয়ার্ক রিপ্রেজেন্টেটিভ ফারুক সোবহান, জিসিএনবি’র নির্বাহী পরিচালক শাহামিন জামান প্রমুখ।
বুয়েট থেকে ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী সাব্বির হোসেন, যুক্তরাষ্ট্রের হার্ভার্ড কেনেডি স্কুল থেকে ইকোনমিক ডেভেলপমেন্ট এবং ইনক্ল্যুসিভ গ্রোথের ওপর এক্সিকিউটিভ সার্টিফিকেশনও সম্পন্ন করেছেন।
বিনিয়োগবার্তা/ডিএফই//