স্বাস্থ্যখাত সংস্কারে কমিশন গঠন
নিজস্ব প্রতিবেদক: স্বাস্থ্যখাত সংস্কারে ১১ সদস্যের কমিশন গঠন করেছে সরকার। এ কমিশনের প্রধান করা হয়েছে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির (বাডাস) সভাপতি প্রফেসর এ কে আজাদ খানকে। স্বাস্থ্য সেবাকে সহজলভ্য ও সর্বজনীন করতে প্রয়োজনীয় সংস্কার প্রস্তাব করার লক্ষ্যে কমিশনের কার্যপরিধিও নির্ধারণ করা হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগ প্রধান উপদেষ্টার অনুশাসন অনুসারে কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি করা যেতে পারে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের অন্যান্য সদস্যরা হলেন- বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের জনস্বাস্থ্য ও স্বাস্থ্য ইনফরমেটিভ অধিদপ্তরের অধ্যাপক ডা. মোহাম্মদ জাকির হোসেন, পথিকৃৎ ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রফেসর লিয়াকত আলী, গাইনোকোলজিস্ট অধ্যাপক ডা. সায়েবা আক্তার, শিশু স্থায়ী তন্ত্র বিভাগের অধ্যাপক ডা. নায়লা জামান খান, সাবেক সচিব এমএল রেজা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাবেক আঞ্চলিক উপদেষ্টা অধ্যাপক ডা. মোজাহেরুল হক, আইসিডিডিআরবির ড. আজহারুল ইসলাম, স্কয়ার হাসপাতালের স্কয়ার ক্যানসার সেন্টারের অধ্যাপক ডা. সৈয়দ মোহাম্মদ আকরাম হোসেন, গ্রিন লাইফ সেন্টার ফর রিউম্যাটিক কেয়ার অ্যান্ড রিসার্চের অধ্যাপক ডা. সৈয়দ আতিকুল হক, আইসিডিডিআরবির শিশু ও মাতৃ স্বাস্থ্য বিভাগের বিজ্ঞানী ডাক্তার আহম্মেদ এহসানুর রহমান ও ঢাকা মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের শিক্ষার্থী উমায়ের আফিফ।
স্বাস্থ্য সংস্কার কমিশনের কার্যপরিধিতে বলা হয়েছে, কমিশন অবিলম্বে কার্যক্রম শুরু করবে ও সংশ্লিষ্ট সব মতামত বিবেচনা করে পরবর্তী ৯০ দিনের মধ্যে প্রস্তুতকৃত প্রতিবেদন সরকারের প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করবে।
বিনিয়োগবার্তা/ডিএফই//