sonnasgacha

যশোরে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের উপশাখা উদ্বোধন

জেলা প্রতিনিধি: ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি‘র সন্যাসগাছা বাজার উপশাখা যশোরের কেশবপুরে ১৮ নভেম্বর ২০২৪, সোমবার উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের ইভিপি ও জেনারেল সার্ভিসেস ডিভিশনের প্রধান মোঃ আব্দুস সালাম প্রধান অতিথি হিসেবে এ উপশাখা উদ্বোধন করেন।

এ সময় ব্যাংকের ব্রাঞ্চেস কন্ট্রোল ডিভিশনের প্রধান মোঃ শফিকুল ইসলাম, খুলনা আঞ্চলিক প্রধান আহমেদ আশিক রাজী, কেশবপুর শাখা ব্যবস্থাপক মোঃ আসাদুজ্জামান গোলদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক ও শরীয়াহভিত্তিক ব্যাংকিং সুবিধা পৌঁছে দেয়ার লক্ষ্যে সমাজের সকল স্তরে আর্থিক অন্তর্ভুক্তির জন্য কাজ করে যাচ্ছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। তারা বলেন, ইসলামী শরীয়াহর উদ্দেশ্যের আলোকে ক্ষুদ্র বিনিয়োগ, এসএমই, কৃষি ও কর্মসংস্থানকে প্রাধান্য দিয়ে এই উপশাখার আমানত এই এলাকাতেই বিনিয়োগ করা হবে। নতুন উপশাখায় আমানত, বিনিয়োগ, রেমিট্যান্স সেবাসহ সকল ধরনের ব্যাংকিং সুবিধা গ্রহণের জন্য তারা গ্রাহকদের প্রতি আহ্বান জানান।  

বিনিয়োগবার্তা/ডিএফই//


Comment As:

Comment (0)