Towfika Foods and Lovello Icecream Buying Amandala

আমানদালার ৫০ শতাংশ শেয়ার কিনবে লাভেলো আইসক্রিম

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষাঙ্গিক খাতের কোম্পানি তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসির পরিচালনা পর্ষদ তাদের সহযোগী প্রতিষ্ঠান শারিকা ফুডস অ্যান্ড আমানদালা লিমিটেডের পরিশোধিত মূলধনের ৫০ শতাংশ শেয়ার ক্রয় করার সিদ্ধান্ত নিয়েছে। বিনিয়োগকারীদের সম্মতি পেলে আলোচ্য শেয়ার কিনবে কোম্পানিটি।

সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে

জানা যায়, শারিকা ফুডস ‘আমনদালা’ নামে ফ্রোজেন ফুডস বাজারজাত করবে। ফ্রোজেন ফুড শিল্পের বিকাশের অত্যন্ত সম্ভাবনার কথা বিবেচনা করে ইতোমধ্যে একটি কারখানা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। ময়মনসিংহ জেলার ভালুকাতে এ কারখানা নির্মিত হবে। যেখানে প্রাথমিকভাবে দৈনিক ৪ মেট্রিক টন বিভিন্ন ধরনের ফ্রোজেন ফুডস তৈরি করা যাবে।

বাংলাদেশের মার্কেটে ফ্রোজেন ফুডস যেমন পরোটা, রুটি, চিকেন নাগেট্স, মিটবল, ফিশবল, আলু পুরি, ডাল পুরি, স্প্রিং রোল, সামুচা, সিঙ্গারা ইত্যাদির চাহিদা দিন দিন বাড়ছে। তাছাড়া পৃথিবীর বিভিন্ন দেশে এর ব্যাপক চাহিদাও রয়েছে। ফ্রোজেন ফুডস বাজারজাত প্রক্রিয়াই ডিসট্রিবিশন কোল্ড ভ্যান ও ফ্রিজ উল্লেখযোগ্য লজিস্টিকস। লাভেলো আইসক্রিমের ইতোমধ্যে এই লজিস্টিকস রয়েছে। ফলে আইসক্রিম ও ফ্রোজেন ফুডস ব্যবসা একে অপরের সহযোগী ব্যবসা বিধায় খুব সহজেই সাফল্য আসবে বলে মনে করছে কোম্পানিটি।

এদিকে লাভেলো আইসক্রিমের অভিজ্ঞ সেলস ও মার্কেটিং টিম যা ইতোমধ্যেই ব্যাপক সফলতা পেয়েছে। ফলে আইসক্রিম কোম্পানি ব্যবস্থাপনার অভিজ্ঞতা থেকে ফ্রোজেন ফুডসের কাজে লাগানোর জন্যেই লাভেলো আমানদালার ৫০ শতাংশ শেয়ার ক্রয় করার সিদ্ধান্ত নিয়েছে। এমনকি আমানদালাকে ভবিষ্যতে পুঁজিবাজারে তালিকাভুক্ত করার কথা ভাবছে বলেছে কোম্পানিটি।

প্রসঙ্গত, বাজারজাতকরণের ক্ষেত্রে আমানদালা অভ্যন্তরীণ বাজার থেকে বৈশ্বিক বাজারকেই গুরুত্ব দিবে। আমানদালার ৭০ শতাংশের বেশি পণ্য যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও কানাডায় রপ্তানি করা হবে বলে জানা যায়।

বিনিয়োগবার্তা/ডিএফই//


Comment As:

Comment (0)