Community Bank Sajeda Foundation Kidney Dialysis

কিডনি ডায়ালাইসিস রোগীদের আর্থিক সহায়তা দিল কমিউনিটি ব্যাংক

নিজস্ব প্রতিবেদক: কিডনি ডায়ালাইসিস রোগীদের আর্থিক সহায়তায় বেসরকারী প্রতিষ্ঠান সাজিদা ফাউন্ডেশনের মাধ্যমে ১৫ লাখ টাকার আর্থিক সহায়তা দিয়েছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি। কিডনি জটিলতা সংক্রন্ত বিষয়ে কোনো রোগী যেন আর্থিক বাধার সম্মুখীন না হন, সেটি বিবেচনা করেই এ সহায়তা দেয়া হয় বলে জানান আয়োজকেরা।

মঙ্গলবার (২৬ নভেম্বর, ২০২৪) সাজেদা ফাউন্ডেশনের গুলশান কার্যালয়ে কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটির অংশ হিসেবে দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীকে কিডনি ডায়ালাইসিস পরিষেবা নিশ্চিত করতে স্বাস্থ্য খাতে সাজেদা ফাউন্ডেশনকে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মসিহুল হক চৌধুরীর হাত থেকে পে-অর্ডারটি গ্রহণ করেন সাজেদা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জাহেদা ফিজ্জা কবির। এ সময় অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
বিনিয়োগবার্তা/ডিএফই//


Comment As:

Comment (0)