অনার স্মার্টফোনে ৫০ হাজার টাকা পর্যন্ত প্রাইস ড্রপ
নিজস্ব প্রতিবেদক: বিজয়ের মাস উপলক্ষে ডিসেম্বর মাস জুড়ে ৫০ হাজার টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে অনার। এই অবিশ্বাস্য ক্যাম্পেইনের মাধ্যমে অনার এর সেরা ও অত্যাধুনিক প্রযুক্তি সবার জন্য আরও সহজলভ্য করতে আগ্রহী। ফলে, গ্রাহকরা অনার ম্যাজিক ভি২ স্মার্টফোনটি এখন ৫০ হাজার টাকা ছাড়ে মাত্র ১,৩৯,৯৯৯ টাকায় কিনতে পারবেন। স্ন্যাপড্রাগন৮জেন২ প্রসেসরসহ এই ডিভাইসটি বাজারের সবচেয়ে পাতলা ফোল্ডেবল (ভাঁজযোগ্য) স্মার্টফোনগুলোর মধ্যে অন্যতম। এছাড়া, অনার ম্যাজিক৬ প্রোফোনটি ১৫ হাজার টাকা কমে মাত্র ১,১৪,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। এই ফোনে রয়েছে অত্যাধুনিক আই-ট্র্যাকিং প্রযুক্তি, সিলিকন-কার্বন ব্যাটারি এবং উন্নত এআই সমর্থিত ফিচার।
এখানেই শেষ নয়। ব্যবহারকারীরা অনার ২০০ প্রোডিভাইসটি ৮ হাজার টাকা কমে মাত্র ৭৬,৯৯৯ টাকায় ক্রয় করতে পারবেন। স্ন্যাপড্রাগন৮এস জেন৩ প্রসেসর ও স্টুডিও-লেভেল পোর্ট্রেট ক্যামেরা সমৃদ্ধ এই ফোনটি দিয়ে অসাধারণ সব ছবি তোলা যাবে। এই মাসে অনার ২০০ ডিভাইসটিও ৫ হাজার টাকা ছাড়ে মাত্র ৫৯,৯৯৯ টাকায় পাওয়া যাবে। যারা সাশ্রয়ী মূল্যে অত্যাধুনিক প্রযুক্তিসম্বলিত ডিভাইস কেনার পরিকল্পনা করছেন তাদের জন্য অনারের এই স্মার্টফোনগুলো হতে পারে সঠিক পছন্দ।
এছাড়া, ব্যবহারকারীরা অনার এক্স৯বি ও এক্স৮বি ফোন কেনার সময় ৫ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন। দেশজুড়ে অনারের সকল অনুমোদিত ব্র্যান্ড শপে এই স্মার্টফোনগুলো পাওয়া যাচ্ছে। আপনার স্মার্টফোনটি আপগ্রেড করার জন্য এর চেয়ে ভালো সুযোগ আর আসবে না।
আপনার নিকটস্থ অনার ব্র্যান্ড শপ খুঁজে পেতে এবং এই অফারগুলো উপভোগ করতে, ভিজিট করুন এই সাইট- https://smart-honor.com/shop-location।
বিনিয়োগবার্তা/ডিএফই//