দুদকের নতুন চেয়ারম্যান আবদুল মোমেন
নিজস্ব প্রতিবেদক: দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা ও সুরক্ষাসেবা বিভাগের সাবেক সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন। এছাড়া দুজন কমিশনারও নিয়োগ পেয়েছেন। তারা হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হাফিজ আহ্সান ফরিদ। মঙ্গলবার মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, দুদক আইন অনুযায়ী চেয়ারম্যানের বেতন, ভাতা, অন্যান্য সুবিধা ও পদমর্যাদা সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন বিচারকের এবং কমিশনারের বেতন, ভাতা, অন্যান্য সুবিধা ও পদমর্যাদা সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একজন বিচারকের সমরূপ নির্ধারণ করা হলো।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষাসেবা বিভাগের ওয়েবসাইট সূত্রে জানা গেছে, ড. মোহাম্মদ আবদুল মোমেন ১৯৫৮ সালের ১ জানুয়ারি ঢাকায় জন্মগ্রহণ করেন। তার বাবা এএফএম আবদুল মোতালেব ও মা জাহানারা বেগম। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত ও দুই সন্তানের জনক। তার সহধর্মিণী একজন চিকিৎসক।
শিক্ষাজীবনে মোহাম্মদ আবদুল মোমেন ঢাকা, ওয়েলস ও লন্ডনে পড়াশোনা করেন। শুরুতে তিনি বিজ্ঞানের ছাত্র ছিলেন। পরে আইনে স্নাতক এবং রাষ্ট্রবিজ্ঞান ও অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৯৬ সালে লন্ডনে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
কর্মজীবনে ড. মোমেন বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) প্রশাসন ক্যাডারের ১৯৮২ ব্যাচের একজন সদস্য। তিনি ১৯৮২ সালে সহকারী কমিশনার হিসেবে বগুড়ায় জেলা প্রশাসকের কার্যালয়ে যোগ দেন। পরে তিনি মাঠ প্রশাসনের বিভিন্ন স্তরে ও কেন্দ্রীয় প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে বহাল ছিলেন। কর্মজীবনে ড. মোমেন ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব ও পরিচালক, বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে উপপরিচালক, কক্সবাজার জেলায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবং একটি আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থায় লিয়েনে দায়িত্ব পালন করেছেন। এছাড়া পররাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব, দুই রাষ্ট্রপতির একান্ত সচিব, সমাজকল্যাণ অধিদপ্তরের পরিচালক, ঢাকার জেলা প্রশাসক, ভূমি রেকর্ডে পরিচালক, অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, ঢাকা পরিবহন সমন্বয় বোর্ডের নির্বাহী পরিচালক, বিআরটিএর চেয়ারম্যান, বাংলাদেশ বিমানের এমডি ও সিইও হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে গত ১৭ আগস্ট তাকে সিনিয়র সচিব পদে পদোন্নতি দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে সিনিয়র সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়। তিনি ১ অক্টোবর সুরক্ষাসেবা বিভাগে সিনিয়র সচিব পদে অতিরিক্ত দায়িত্ব নেন। চুক্তিভিত্তিক এ নিয়োগ ১০ ডিসেম্বর বাতিল করে দুদক চেয়ারম্যান করা হলো মোমেনকে। এর আগে সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবের দায়িত্ব থেকে ইস্তফা দেন তিনি।
ক্ষমতার পালাবদলের মধ্যে গত ২৯ অক্টোবর দুদক চেয়ারম্যান মুহাম্মদ মঈনউদ্দীন আব্দুল্লাহ, কমিশনার আছিয়া খাতুন ও কমিশনার জহুরুল হক ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন। মঈনউদ্দীন আবদুল্লাহ একসময় ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। ২০২১ সালের ৩ মার্চ রাষ্ট্রপতি তাকে দুদক চেয়ারম্যানের দায়িত্ব দেন। পাঁচ বছর মেয়াদের জন্য তারা দুদকের দায়িত্ব পেলেও পরিবর্তিত পরিস্থিতিতে দেড় বছর আগেই তাদের বিদায় নিতে হয়।
বিনিয়োগবার্তা/ডিএফই//