চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা

ডেস্ক রিপোর্ট: রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল তীব্র শীতে কাঁপছে। দেশের প্রায় সব জায়গায় পড়েছে ঘন কুয়াশা সঙ্গে প্রচুর বাতাস। সকাল গড়িয়ে দুপুর হলেও রাজধানীতে দেখা নেই সূর্যের। উত্তরের জনপদগুলোয় দিনের বেলায়ও হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহনগুলো।

এমতাবস্থায় বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল ৯টায় চুয়াডাঙ্গায় রেকর্ড করা হয়েছে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯.৮ ডিগ্রি সেলসিয়াস। যা এই মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা।

চুয়াডাঙ্গায় একদিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে ২ ডিগ্রি সেলসিয়াস, আর বাতাসে আর্দ্রতার পরিমাণ ৯৫%।

এদিকে জানুয়ারির পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর বলেছে, এ মাসে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টি হতে পারে। এ মাসে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বঙ্গোপসাগরে।

এছাড়া. দেশের পশ্চিম, উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে দুয়েকটি মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ হতে পারে। দেশের অন্যত্র দুই থেকে তিনটি মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

উল্লেখ্য, সর্বনিম্ন তাপমাত্রা ৮.১ ডিগ্রি সেলসিয়াস থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস হলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলা হয়। আর এ তাপমাত্রা ৬.১ থেকে ৮ হলে তা মাঝারি, তাপমাত্রা ৪.১ থেকে ৬ ডিগ্রি হলে তা তীব্র আর তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে চলে গেলে তাকে তীব্র শৈত্যপ্রবাহ বলা হয়।

বিনিয়োগবার্তা/জিকে/এসএএম//


Comment As:

Comment (0)