যশোরে অপহরণের ২ ঘণ্টা পর ব্যবসায়ী উদ্ধার, আটক ২
জেলা প্রতিনিধি: যশোরের চৌগাছায় ধীরেন্দ্র দে (৬৫) নামের এক ব্যবসায়ীকে অপহরণ করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবির দুই ঘণ্টার মধ্যে তাঁকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত আটটার দিকে চৌগাছা খাদ্যগুদামের সামনে থেকে একটি মাইক্রোবাসে তাঁকে তুলে নেওয়া হয়। দুই ঘণ্টা পর রাত ১০টার দিকে ঝিকরগাছা থানাসংলগ্ন এলাকায় তাঁকে ছেড়ে দিয়ে পালিয়ে যান অপহরণকারীরা।
পরিবারের দাবি, অপহরণকারীরা ধীরেন্দ্র দের কাছে থেকে ৪ লাখ টাকা এবং হাতে থাকা আংটি ও ঘড়ি নিয়ে গেছেন। তিনি আগে থেকেই অসুস্থ ছিলেন। মারপিট করায় তিনি শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। অপহরণের সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে আটক করে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় বাসিন্দারা। তাঁদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ ঘটনায় আটক ব্যক্তিরা হলেন ঝিকরগাছা উপজেলার বোদখানা গ্রামের আবু সাইদ আল মামুন ও যশোর সদর উপজেলার ইছালি গ্রামের ফিরোজ হোসেন।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, চৌগাছা বাজারের উত্তম জুয়েলার্স নামের একটি প্রতিষ্ঠানের মালিক ধীরেন্দ্র দে। গতকাল তাঁর দোকানে হালখাতার আয়োজনে প্রায় চার লাখ টাকা বকেয়া আদায় করা হয়। ওই টাকা নিয়ে তিনি ব্যবসায়িক কাজে যশোর শহরের দিকে রওনা হন। বাজারের মধ্যেই একটি ফাঁকা জায়গায় পৌঁছালে হঠাৎ কয়েকজন তাঁকে একটি মাইক্রোবাসে তুলে নেন। এরপর তাঁর ছেলে উত্তম দের মুঠোফোনে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। বিষয়টি পুলিশকে জানালে মুঠোফোন ট্র্যাকিং করে অপহরণকারীদের গাড়িটি অনুসরণ করতে থাকে পুলিশ। একপর্যায়ে গাড়ি থেকে দুজন পালানোর চেষ্টা করেন। এ সময় স্থানীয় বাসিন্দারা তাঁদের ধরে পিটুনি দেন। কিন্তু ওই গাড়ির ভেতরে ধীরেন্দ্র দে ছিলেন না। কিছুক্ষণ পর তিনি নিজে তাঁর ছেলেকে ফোন করে জানান, অপহরণকারীরা চোখ বেঁধে তাঁকে ঝিকরগাছায় ছেড়ে গেছেন। এরপর পুলিশের গাড়ি সেখানে গিয়ে তাঁকে উদ্ধার করে।
ধীরেন্দ্র দের ছেলে উত্তম দে বলেন, ‘হালখাতার চার লাখ টাকা নিয়ে বাবা ব্যবসার কাজে যশোর শহরে যেতে চেয়েছিলেন। পরে তিনি সিদ্ধান্ত নেন, একা যাবেন না। এর মধ্যে একটি মাইক্রোবাসে করে কয়েকজন গিয়ে তাঁকে তুলে নিয়ে যান। এরপর ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হচ্ছিল। বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ধাওয়া দিলে অপহরণকারীরা বাবাকে ঝিকরগাছায় ছেড়ে দিয়ে যান।’
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, অপহরণের ঘটনায় প্রযুক্তি ব্যবহার করে গাড়ি ধাওয়া করে দুজনকে আটক করা হয়েছে। এ সময় অপহরণকারীরা ধীরেন্দ্রকে ছেড়ে দিয়ে যান। আটক দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।
বিনিয়োগবার্তা/ডিএফই//