AIB PLC Blanket Distribution7

চট্টগ্রাম সিটি কর্পোরেশনে আল-আরাফাহ্ ব্যাংকের কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক: কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের আওতায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এর পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে কম্বল বিতরণ করেছে দেশের অন্যতম প্রধান শরীয়াহ্ ভিত্তিক ব্যাংক আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক। শুক্রবার (৩ জানুয়ারি) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর. চৌধুরী।

কম্বল বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফজলুর রহমান চৌধুরী, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোঃ হাবীব উল্লাহ, চট্টগ্রাম জোনাল হেড মোহাম্মদ আযম, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদ, ও আর নিজাম রোড শাখার ব্যবস্থাপক আসাদুজ্জামান বাবু এবং শীর্ষ নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, চলতি শীত মৌসুমে ১ লক্ষ ৫০ হাজার কম্বল বিতরণ করেছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক। এ কার্যক্রমের আওতায় মাননীয় প্রধান উপদেষ্টার ত্রাণভান্ডারে কম্বল প্রদান ছাড়াও দেশব্যাপী ব্যাংকের বিভিন্ন শাখা, উপশাখা এবং এজেন্ট আউটলেটের মাধ্যমেও দুঃস্থ মানুষের কাছে কম্বল বিতরণ করা হয়েছে।

বিনিয়োগবার্তা/ডিএফই//


Comment As:

Comment (0)