এনসিসি ব্যাংকের ইজিএম স্থগিত
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এনসিসি ব্যাংকের "চেয়ারম্যান এবং ভাইস-চেয়ারম্যান" সম্পর্কিত আর্টিকেল-১০৮(১) এর সংশোধন সংক্রান্ত এজেন্ডা নং ৪ স্থগিত করা হয়েছে। এ আদেশ যতক্ষণ না আদালত পরবর্তী নির্দেশ দেন ততক্ষণ বহাল থাকবে।
অন্যান্য সব এজেন্ডা আইটেম নং ০১-০৩, যেমন আর্টিকেল ৯১, ৯৪(১) এবং ৯৪(২) এর সংশোধন শেয়ারহোল্ডারদের দ্বারা ১২ ডিসেম্বর, ২০২৪ তারিখে জারি করা নোটিশ অনুযায়ী ৭ জানুয়ারি, ২০২৫ তারিখে অনুষ্ঠিত কোম্পানির ১১তম এক্সট্রা-অর্ডিনারি জেনারেল মিটিং (EGM)-এ আলোচিত হয়েছে।
বিনিয়োগবার্তা/এসএএম//