এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও সাংসদ শফিউল ইসলাম মহিউদ্দিন গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক: ব্যবসায়ীদের বৃহত্তম সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) সাবেক সভাপতি ও ঢাকা-১০ আসনের সাবেক সংসদ সদস্য শফিউল ইসলাম মহিউদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ।
ব্যবসায়ীদের বৃহত্তম সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) সাবেক সভাপতি ও ঢাকা-১০ আসনের সাবেক সংসদ সদস্য শফিউল ইসলাম মহিউদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার রাজধানীর উত্তরার ১৩ নম্বর রোডের ৪ নম্বর সেক্টরের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান। বণিক বার্তাকে তিনি বলেন, ‘ঢাকা-১০ আসনের সাবেক সংসদ সদস্য শফিউল ইসলাম মহিউদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। বিকালে উত্তরায় নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যার ঘটনায় মামলা রয়েছে। তবে তাকে কোন মামলায় গ্রেফতার দেখানো হবে সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।’
বিনিয়োগবার্তা/এসএএম//