এনবিআরের নতুন ভবন

ইমপোর্ট-এক্সপোর্ট হাব উদ্বোধন ৫ ফেব্রুয়ারি

নিজস্ব প্রতিবেদক: আগামী ৫ ফেব্রুয়ারি ইমপোর্ট-এক্সপোর্ট হাব নামের একটি অনলাইনভিত্তিক ব্যবসায়িক প্ল্যাটফর্ম চালু করবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এটি ব্যবহার করে আমদানি-রফতানি সংক্রান্ত সমস্যাগুলোর সমাধান পাওয়া যাবে।

এনবিআর সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ওয়েবসাইটে গিয়ে পণ্যের এইচএস কোড দিয়ে আমদানি-রফতানি সংক্রান্ত সব তথ্যই পাওয়া যাবে। কমপ্লায়েন্স, রেগুলেটরি, কর অব্যাহতি সুবিধা, কী পরিমাণ কর দিতে হবে সব তথ্যই পাওয়া যাবে। পণ্য খালাস করতে যেসব কাগজপত্র প্রয়োজন সেসব তথ্যও জানা যাবে।

প্রকল্পটিতে অর্থায়ন করেছে ইউনাইটেড স্টেট ডিপার্টমেন্ট অব এগ্রিকালচার (ইউএসডিএ)।

এ বিষয়ে এনবিআরের সদস্য (কাস্টমস: নিরীক্ষা, আধুনিকায়ন ও আন্তর্জাতিক বাণিজ্য) কাজী মোস্তাফিজুর রহমান বলেন, আমদানি-রফতানি করতে গিয়ে ব্যবসায়ীরা নানা ভোগান্তিতে পড়েন। তাদের নানা বিষয় জানা থাকে না। আমদানি করে পণ্য খালাস করতে গিয়েও তারা নানা ঝামেলায় পড়েন। এসব ঝামেলা যেন না হয়, সেজন্য এই উদ্যোগ। ইমপোর্ট-এক্সপোর্ট হাবের মাধ্যমে সব তথ্য জানা যাবে। আমদানির আগেই তারা সব জেনে নিতে পারবেন। শুধু এইচএস কোড দিয়ে সার্চ দিলেই যাবতীয় বিষয় জানা যাবে। এতে পণ্য খালাসের সময় আর কোনো ঝামেলায় পড়তে হবে না। দরকারি সব কাগজপত্র আগে থেকেই তারা তৈরি করে রাখতে পারবেন।

কোন পণ্য কীভাবে আমদানি করলে কতটুকু কর অব্যাহতি পাওয়া যাবে, কোন পণ্য আমদানিতে কর অব্যাহতি নেই— এমন সব তথ্যই ব্যবসায়ীরা জানতে পারবেন বলে তিনি জানান।

কাস্টমসের সরকারি ওয়েবসাইটে গিয়েই হাবটি ব্যবহার করা যাবে।

এছাড়া পাবলিক প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) আওতায় ট্র্যাকিং সিস্টেম নিয়ে আসছে এনবিআরের কাস্টমস বিভাগ। এ বছরের মধ্যেই নিলাম বিজ্ঞপ্তি হবে বলে জানান কাজী মোস্তাফিজুর রহমান।

তিনি বলেন, বন্দর থেকে ওয়্যারহাউজ পর্যন্ত পণ্য চালান পৌঁছানোর পথে মালবাহী গাড়িকে ট্র্যাকিংয়ের আওতায় আনা হবে। কাস্টমস কর্মকর্তা ও আমদানি সংশ্লিষ্ট ব্যবসায়ীরা মনিটরিং করতে পারবেন। গাড়ি কোন রাস্তায় রয়েছে কোন অবস্থায় রয়েছে সেটি ট্র্যাকিংয়ের মাধ্যমে জানা যাবে। এটি সাপ্লাই চেইন নিশ্চিত করার টুলস। ট্রানজিটের সঙ্গেও সম্পৃক্ত। কার্গো ডেলিভারি, ইপিজেডে পণ্য পৌঁছানো সবই মনিটরিং হবে এ ট্র্যাকিংয়ের মাধ্যমে।

বিনিয়োগবার্তা/এসএএম//


Comment As:

Comment (0)