Aarong Dairy Awarded Best Brand

সেরা ব্র্যান্ডের খেতাব জিতল আড়ং ডেইরি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড ২০২৪’- এ দেশের ‘বেস্ট লিকুইড মিল্ক ব্র্যান্ড’ পুরস্কার জিতে নিল আড়ং ডেইরি। এনসার্চ ও দ্য ডেইলি স্টারের সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে সেরাদের সেরা হিসেবে নির্বাচিত হওয়ায় আনন্দিত আড়ং ডেইরি পরিবার।

২০০৮ সাল থেকে বাংলাদেশে উপস্থিত দেশি ও আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোকে অনুপ্রাণিত ও সম্মানিত করার উদ্দেশে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের হাত ধরে শুরু হয় ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড’–এর যাত্রা। দেড় দশকের বেশি সময়ের ধারাবাহিকতায় আয়োজনটি হয়ে উঠেছে দেশের শীর্ষ ব্র্যান্ডিং সম্মাননা। এই বছর ৪৪টি ব্র্যান্ড ৪৪টি ক্যাটাগরিতে এই অনুষ্ঠানে পুরস্কার লাভ করে।

সম্প্রতি রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে অ্যাওয়ার্ড হস্তান্তর করা হয়। এই অর্জন প্রসঙ্গে আড়ং ডেইরির সিনিয়র মার্কেটিং ম্যানেজার রেজওয়ানুল ইসলাম বলেন, ‘এই সম্মাননা শুধু আড়ং ডেইরিরই নয়, যে ৩০ হাজার কৃষক নিরলস পরিশ্রমের মাধ্যমে পণ্যের জন্য সেরা মানের উপাদান পৌঁছে দিচ্ছেন, এটা তাঁদেরই অর্জন। আমরা গ্রাহকদের সব সময় বাজারের সেরাটা দেওয়ার জন্য বদ্ধপরিকর।’

পুরস্কার নিতে উপস্থিত ছিলেন আড়ং ডেইরির সিনিয়র মার্কেটিং ম্যানেজার ও টিম লিড রেজওয়ানুল ইসলাম, ব্র্যান্ড ম্যানেজার শান্তনুর রহমান, সহকারী ব্র্যান্ড ম্যানেজার নাদিহা, সহকারী ব্র্যান্ড ম্যানেজার সাইফ আখতার এবং ডিজিটাল মার্কেটিং ও কনজ্যুমার এনগেজমেন্ট বিভাগের সহকারী ম্যানেজার জান্নাতুল মাওয়া।

১৯৯৮ সাল থেকে যাত্রা শুরু করে আড়ং ডেইরি। ২৬ বছরের পথচলায় খাঁটি দুগ্ধজাত পণ্যের ব্র্যান্ড হিসেবে দেশের মানুষের বিশ্বাস ও আস্থা অর্জন করে নেয় ব্র্যান্ডটি।

বিনিয়োগবার্তা/ডিএফই//


Comment As:

Comment (0)