সরকারি তিতুমীর কলেজ অনির্দিষ্টকালের জন্য 'শাটডাউন' ঘোষণা
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে 'বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি' কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
এছাড়াও, সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য কলেজটি শাটডাউন ঘোষণা করা হয়েছে।
রোববার (০২ ফেব্রুয়ারি) রাত ১১টায় কলেজের মূল ফটকের সামনে এক সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানান তিতুমীর কলেজের শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের পক্ষ থেকে তিতুমীর ঐক্যের উপদেষ্টা মাহমুদুল হাসান মুক্তার বলেন, সোমবার বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত 'বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি' কর্মসূচি অব্যাহত থাকবে এবং অনির্দিষ্টকালের জন্য তিতুমীর কলেজ শাটডাউন হবে।
তিনি জানান, ক্লাস, পরীক্ষাসহ সব প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত কলেজে সবার প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।
তবে, সোমবার সরস্বতী পূজার কার্যক্রম কলেজে অব্যাহত থাকবে বলে জানান আন্দোলনরত শিক্ষার্থীরা।
ছাত্রদের তিনটি প্রধান দাবির মধ্যে রয়েছে:১. তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি দিতে হবে।২. শিক্ষা উপদেষ্টার বক্তব্য প্রত্যাহার করতে হবে।৩. তিতুমীর কমিশন গঠন সংক্রান্ত আইন উপদেষ্টার বাঁধার তদন্ত করতে হবে এবং তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।
বিনিয়োগবার্তা/এসএএম//