ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেবে কানাডা, মেক্সিকো ও চীন
ডেস্ক রিপোর্ট: মার্কিন পণ্যের উপর অনুরূপ শুল্ক আরোপ করতে যাচ্ছে কানাডা এবং মেক্সিকো। আর রাম্পের এ সিদ্ধান্তের বিরুদ্ধে আন্তর্জাতিক বাণিজ্যিক সংস্থার কাছে অভিযোগ জানাবে ও অনুরূপ পাল্টা ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে চীন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের সিদ্ধান্তের জবাবে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছে কানাডা, মেক্সিকো ও চীন। তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর ২৫ শতাংশ করে শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছে কানাডা ও মেক্সিকো। অন্যদিকে চীনও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অনুরূপ পাল্টা ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে। খবর রয়টার্স।
ডোনাল্ড ট্রাম্প শনিবার (১ ফেব্রুয়ারি) কানাডা ও মেক্সিকোর আমদানির উপর ২৫ শতাংশ এবং চীনা পণ্যের উপর ১০ শতাংশ শুল্ক আরোপের নির্দেশ দিয়েছেন। শুল্ক সংক্রান্ত তিনটি পৃথক নির্বাহী আদেশে স্বাক্ষর প্রসঙ্গে তিনি বলেছেন যে, যুক্তরাষ্ট্রে ফেন্টানিল মাদক পাচার ও অবৈধ অভিবাসন সংক্রান্ত জাতীয় জরুরি অবস্থা শেষ না হওয়া পর্যন্ত এই শুল্ক বহাল থাকবে।
এর প্রতিক্রিয়া হিসেবে কানাডা এবং মেক্সিকো উভয় দেশই বলেছে যে, তারা মার্কিন পণ্যের উপর অনুরূপ শুল্ক আরোপ করতে যাচ্ছে। আর চীন বলছে, তারা ট্রাম্পের এ সিদ্ধান্তের বিরুদ্ধে আন্তর্জাতিক বাণিজ্যিক সংস্থার কাছে অভিযোগ জানাবে ও অনুরূপ পাল্টা ব্যবস্থা নেবে।
ফেন্টানিল মাদক পাচার প্রসঙ্গে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, মার্কিন-কানাডা সীমান্ত বিশ্বের অন্যতম শক্তিশালী ও নিরাপদ সীমান্ত। যুক্তরাষ্ট্রে প্রবেশ করা ফেন্টানিলের ১ শতাংশেরও কম কানাডা থেকে আসে। অবৈধ অভিবাসীদের মধ্যেও ১ শতাংশেরও কম কানাডা থেকে আসে। তবে কানাডার বিরুদ্ধে এই বাণিজ্যিক পদক্ষেপ গ্রহণ আমাদের সত্যিকারের একসঙ্গে কাজ করার সঠিক উপায় নয়।
ট্রুডো সংবাদ সম্মেলনে পণ্যের তালিকা প্রকাশ করেন, যেগুলোতে শুল্ক বসতে যাচ্ছে। এর মধ্যে রয়েছে—আমেরিকান বিয়ার, ওয়াইন, বারবন, ফলমূল ও ফলের রস (বিশেষ করে কমলার রস), শাকসবজি, পারফিউম, পোশাক ও জুতা, গৃহস্থালি সরঞ্জাম, খেলাধুলার সামগ্রী ও আসবাবপত্র, কাঠ ও প্লাস্টিকের মতো উপকরণ।
তিনি জানান, ১৫৫ বিলিয়ন ডলার মূল্যের মার্কিন পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করবে কানাডা। মঙ্গলবার থেকে ৩০ বিলিয়ন ডলার মার্কিন পণ্যের ওপর এই শুল্ক কার্যকর হবে। আর বাকি ১২৫ বিলিয়ন ডলারের মার্কিন পণ্যের ওপর শুল্ক আরোপ কার্যকর হবে আগামী ২১ দিনের মধ্যে।
যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাউম। মার্কিন পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপসহ নিজস্ব অন্যান্য পদক্ষেপের মাধ্যমে এই পাল্টা ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।
সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম এক্সে শেইনবাউম লিখেছেন, মেক্সিকো সরকারের বিরুদ্ধে হোয়াইট হাউসের অপরাধী সংগঠনের সঙ্গে জোট থাকার যে মিথ্যা অপবাদ দেয়া হয়েছে, আমরা তা কঠোরভাবে প্রত্যাখ্যান করছি। যদি এমন কোনো জোট থেকে থাকে, তাহলে তা যুক্তরাষ্ট্রের অস্ত্র নির্মাতাদের সঙ্গে, যারা এসব অপরাধী গোষ্ঠীর কাছে শক্তিশালী অস্ত্র বিক্রি করে।
যুক্তরাষ্ট্রকে দক্ষিণে অস্ত্রের অবৈধ প্রবাহ বন্ধের পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এটি সেই বিরোধের অংশ, যা নিয়ে মেক্সিকো দীর্ঘদিন ধরে ওয়াশিংটনের সঙ্গে লড়ছে।
মেক্সিকো কোনো সংঘাত চায় না বলেও এ সময় উল্লেখ করেছেন প্রেসিডেন্ট শেইনবাউম। তিনি উভয় দেশের জনস্বাস্থ্য ও নিরাপত্তা সংস্থাগুলোর মধ্যে একটি যৌথ কার্যকরী দল গঠনের প্রস্তাব দিয়েছে।
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অনুরূপ পাল্টা ব্যবস্থা নেয়ার কথা জানিয়ে চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের পদক্ষেপে চীন ভীষণ অসন্তুষ্ট। এটি বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) নিয়মনীতির গুরুতর লঙ্ঘন।
চীন আরো বলেছে যে, তারা যুক্তরাষ্ট্রের ‘ভুল চর্চার’ বিরুদ্ধে বিশ্ব বাণিজ্য সংস্থার কাছে মামলা দায়ের করবে। চীনের ওয়াশিংটন দূতাবাসের একজন মুখপাত্র বলেছেন, বাণিজ্য এবং শুল্ক যুদ্ধের কোনো বিজয়ী নেই।
বিনিয়োগবার্তা/এসএএম//