বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম পরিবর্তন
নিজস্ব প্রতিবেদক: বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম পাল্টানোর খবর নিশ্চিত করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। স্টেডিয়ামের নতুন নাম করা হয়েছে জাতীয় স্টেডিয়াম।
জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক নির্মিত ক্রীড়া স্থাপনার নামকরণ সংক্রান্ত এক বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে।
আগের সরকার প্রধানের পরিবারের অনেকের নামে ছিল ক্রীড়াঙ্গনের অনেক স্থাপনা। অর্ন্তবর্তীকালীন সরকার ওই পরিবারের নামে কোনও স্থাপনার নামকরণ না রাখার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নেয়, তারই ধারাবাহিকতায় উপজেলা পর্যায়ে স্টেডিয়ামের নাম পাল্টানো হয়েছে কদিন আগে। এবার ঢাকায় ঐতিহ্যবাহী স্টেডিয়ামও নতুন নামে পরিচিত হতে যাচ্ছে। আগামীতে জেলা ও জাতীয় পর্যায়ের আরও স্থাপনার নাম পাল্টানোর প্রস্তাব অনুমোদনের অপেক্ষায়।
বিনিয়োগবার্তা/এসএএম//