Indian Foreign Minister agreed to Visit BD

ঢাকা সফর করবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। এতে রাজি হয়েছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী।

চলতি সপ্তাহের শুরুর দিকে ওমানের রাজধানী মাস্কটে ভারত মহাসাগরীয় সম্মেলনের ফাঁকে এক বৈঠকে জয়শঙ্করকে ঢাকা সফরের এ আমন্ত্রণ জানান মো. তৌহিদ হোসেন।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ওই বৈঠক নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন তিনি।

তৌহিদ হোসেন বলেন, আমি জয়শঙ্করকে আমন্ত্রণ জানিয়েছি। বলেছি, আমাদের তো পররাষ্ট্রসচিব পর্যায়ে বৈঠক হয়েছে, মন্ত্রী পর্যায়েও কিন্তু আমাদের একটা মেকানিজম আছে। আমি তাকে বলেছি, আমাদের পররাষ্ট্রমন্ত্রী গতবার আপনাদের দেশে গিয়েছেন, এখন আপনার আসার কথা ঢাকায়। আপনি সময় জানালে আমরা ব্যবস্থা করব।

আমন্ত্রণের বিষয়ে জয়শঙ্কর কি বলেছেন জানতে চাইলে উপদেষ্টা বলেন, তিনি ইতিবাচক।

তৌহিদ হোসেন বলেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর শুরুর দিকে যে টানাপোড়েন ছিল, সেটা সবাই জানে। আমরা স্বীকারও করেছিলাম। ব্যবসা মোটামুটি পিকআপ করেছে। দেখা গেছে যে, আগের লেভেলে পৌঁছে গেছে, এগুলো ইন্ডিকেশন। কিছু টানাপোড়েন এখনো রয়ে গেছে, যেমন-ভিসাসহ কিছু সমস্যা আছে। কিন্তু দুই পক্ষই আমরা মোটামুটি এ ব্যাপারে একমত হয়েছি যে, এগুলো সব দূর করে একটা গুড ওয়ার্কিং রিলেশনে আমাদের পৌঁছাতে হবে।

এই মুহূর্তে ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর ব্যাপারে কোনো আলোচনা হয়েছে কি না তার জবাবে উপদেষ্টা বলেন, ওটা নিয়ে নির্দিষ্ট করে আলোচনা হয়নি। আমরা ইন জেনারেল সবগুলো নিয়ে কথা বলেছি।

শেখ হাসিনাকে সরিয়ে রেখে সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়ে পাল্টা প্রশ্নে তৌহিদ হোসেন বলেন, সরিয়ে রাখার ব্যাপার না। কোর্ট চেয়েছে শেখ হাসিনাকে, আমরা অনুরোধ করেছি তাকে ফেরত দেওয়ার জন্য, ভারত সেটা করেনি। তার মানে এই নয় যে আমরা বাকি সবকিছু নিয়ে বসে থাকব।

বিনিয়োগবার্তা/ডিএফই//


Comment As:

Comment (0)