মূল্য সূচকের উত্থানেও কমেছে লেনদেন

মূল্যসূচকের উত্থানেও কমেছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে এদিন টাকার পরিমাণে লেনদেন কমেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ১৯৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক দশমিক ০৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৫৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক দশমিক ৯১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৮৯০ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩৯৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৩টির, দর কমেছে ১৮৪টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৯০টির।

ডিএসইতে ৩১৮ কোটি ২০ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ২০ কোটি ৩৬ লাখ টাকা কম। এর আগের দিন লেনদেন হয়েছিল ৩৩৮ কোটি ৫৬ লাখ টাকার।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৫০৬ পয়েন্টে।

সিএসইতে ২০৬টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৮৩টির দর বেড়েছে, কমেছে ৯৪টির এবং ২৯টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৩ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।    

বিনিয়োগবার্তা/ডিএফই//


Comment As:

Comment (0)