Trump No Tax increase on Russia

রাশিয়ার ওপর শুল্ক আরোপ করলেন না ট্রাম্প

ডেস্ক রিপোর্ট: বিশ্বজুড়ে বিভিন্ন দেশের পণ্যের ওপর গণহারে শুল্ক আরোপ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই তালিকায় বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের মতো দেশও রয়েছে। ধারণা করা হচ্ছে, নির্বাহী আদেশের মাধ্যমে প্রায় ১০০টি দেশের ওপর আরোপ করা এই শুল্ক বিশ্বব্যাপী অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন মতে, কার্যত সমগ্র বিশ্বকে এই শুল্কের অন্তর্ভুক্ত করলেও তালিকা থেকে বাদ পড়েছে রাশিয়া।

বুধবার (২ এপ্রিল) স্থানীয় সময় বিকাল ৪টায় হোয়াইট হাউজে এক সংবাদ সম্মেলনে নতুন এ শুল্ক আরোপের ঘোষণা দেন ট্রাম্প। কোন দেশের ওপর কত হারে পারস্পরিক শুল্ক আরোপ হবে, সংবাদ সম্মেলনে তার একটি তালিকা তুলে ধরেন তিনি।

পরে হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লিভিট মার্কিন অ্যাক্সিওস পোর্টালকে বলেন, রাশিয়া ট্রাম্পের শুল্ক তালিকায় নেই কারণ, মার্কিন নিষেধাজ্ঞা ইতোমধ্যেই ‘যে কোনো অর্থবহ বাণিজ্যকে বাধাগ্রস্ত করে’।

যদিও যুক্তরাষ্ট্র এখনো মরিশাস বা ব্রুনাইয়ের মতো দেশগুলোর তুলনায় রাশিয়ার সঙ্গে বেশি বাণিজ্য করে, যেগুলো শুল্ক তালিকার অংশ ছিল। এমনকি যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনও ট্রাম্পের এই শুল্ক তালিকায় রয়েছে।

তালিকা থেকে রাশিয়ার বাদ দেওয়ায় অনেককেই অবাক হয়েছেন। কেননা মস্কো শিগগিরই ইউক্রেনে যুদ্ধ শেষ করতে ব্যর্থ হলে রাশিয়ার তেলের ওপর অতিরিক্ত নিষেধাজ্ঞার হুমকি দিয়ে রেখেছিলেন ট্রাম্প।

এছাড়া গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন, ইউক্রেন ইস্যুতে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর ‘খুবই রাগান্বিত’ এবং ‘বিরক্ত’।

শুধু রাশিয়া নয়, মস্কোর মিত্র বেলারুশ, কিউবা এবং উত্তর কোরিয়ার ওপরও পাল্টা শুল্ক আরোপ করা হয়নি। এছাড়া বিশাল মার্কিন নিষেধাজ্ঞার মুখোমুখি ইরান এবং সিরিয়ার ওপরেও যথাক্রমে ১০ এবং ৪০ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপ করা হয়েছে।

বিনিয়োগবার্তা/কেএইচকে/ডিএফই//


Comment As:

Comment (0)