Share Market060824

নয় দিন পর পুঁজিবাজারে লেনদেন শুরু

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল ফিতর ও সাপ্তাহিক ছুটিতে টানা ৯ দিন বন্ধ থাকার পর আজ থেকে লেনদেন শুরু হয়েছে দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। এর মধ্যে ঈদের ছুটি ৫ দিন এবং ৪ দিন ছিলো সাপ্তাহিক ছুটি।

৩০ মার্চ থেকে শুরু হয় এ ঈদের ছুটি। যা শেষ হয় ০৩ এপ্রিল বৃহস্পতিবার। তবে টানা পাঁচ দিন বন্ধের পূর্বে এবং পরে দুদিন করে মোট চার দিন সাপ্তাহিক ছুটি যুক্ত হবার ফলে টানা ৯ দিনের বিরাট ছুটির ফাঁদে পরে পুঁজিবাজার। টানা এ ছুটি শেষে আজ রোববার (০৬ এপ্রিল) থেকে পুনরায় পুঁজিবাজারে লেনদেন চালু হয়েছে।

এদিকে রমজানে পুঁজিবাজারের লেনদেন সকাল ১০ টায় শুরু হয়ে দুপুর ১ টা ৪০ মিনিট পর্যন্ত চলছিল। পোস্ট ক্লোজিং সেশন ছিলো ১ টা ৪০ থেকে ১টা ৫০ মিনিট পর্যন্ত। তবে ঈদের ছুটি শেষে আজ আগের নিয়মে ফিরবে পুঁজিবাজার।

সেই হিসেবে আজ থেকে পুঁজিবাজারে লেনদেন সকাল ১০টায় শুরু হয়েছে এবং দুপুর ২টা ২০মিনিট পর্যন্ত চলবে। ওইদিন থেকে পোস্ট ক্লোজিং দুপুর ২টা ২০ মিনিট থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত হবে। এছাড়াও অফিস সময় হবে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

এদিকে ছুটির আগের শেষ কার্যদিবস (২৭ মার্চ) মূল্যসূচকের মিশ্রপ্রতিক্রিয়ায় লেনদেন শেষ করে ডিএসই। সেদিন ডিএসইর লেনদেন শেষে প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৪ দশমিক ৯৫ পয়েন্ট বেড়ে অবস্থান নেয় ৫ হাজার ২১৯ পয়েন্টে। অন্য সুচকগুলোর মাঝে, শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ শূন্য দশমিক ০৭ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ১ হাজার ১৬৮ পয়েন্টে আর ‘ডিএস৩০’ ৩ দশমিক ৩৭ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১ হাজার ৯১৪ পয়েন্টে।

এদিন ডিএসইতে মোট ৩১৫ কোটি ৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়।

বিনিয়োগবার্তা/ডিএফই//


Comment As:

Comment (0)