নরসিংদীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ
জেলা প্রতিনিধি: নরসিংদীতে রেলওয়ের জমি দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে রেলওয়ের ভূসম্পত্তি বিভাগ।
বুধবার (৯ এপ্রিল) দুপুরে নরসিংদী রেলওয়ে স্টেশনের পাশে বটতলা এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় অর্ধশতাধিক দোকান ও স্থাপনা গুঁড়িয়ে দেয়া হয়।
অভিযানে নেতৃত্ব দেন রেলওয়ের ঢাকা বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা নাসির উদ্দিন মাহামুদ।
দীর্ঘদিন ধরে অবৈধভাবে রেলওয়ের জায়গা দখল করে বেশকিছু দোকানপাট গড়ে তোলা হয়। উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান নাসির উদ্দিন মাহামুদ।
বিনিয়োগবার্তা/ডিএফই//