Madrasa

সব মাদরাসায় বাংলা নববর্ষ উদযাপনের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: দেশের সব মাদরাসায় দুই দিনব্যাপী বাংলা নববর্ষ উদযাপনের নির্দেশ দিয়েছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর। নিজস্ব ব্যবস্থাপনা উৎসবমুখর পরিবেশে এই উৎসব পালন করতে বলা হয়েছে।

বুধবার এক অফিস আদেশের মাধ্যমে এ নির্দেশনা প্রকাশ করা হয়। এর আগে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরও এ দিবসটি উদযাপনের নির্দেশনা দিয়েছে।

অফিস আদেশে বলা হয়েছে, দেশের সকল মাদরাসায় নিজস্ব ব্যবস্থাপনায় উৎসবমুখর পরিবেশে এবং সাড়ম্বরে দুই দিনব্যাপী অনুষ্ঠান আয়োজন করতে হবে। জাতীয় চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষ এবং বিভিন্ন জাতিগোষ্ঠীর নববর্ষ উদযাপনের জন্য মাদরাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সব মাদরাসায় এই উৎসবের আয়োজন করতে হবে।

বিনিয়োগবার্তা/এসএএম// 

 


Comment As:

Comment (0)